নৃত্যানুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
সংস্থার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নৃত্যানুষ্ঠান করল রামপুরহাটের ‘উদীয় ডান্স ইন্সটিটিউট’। গত রবিবার রামপুরহাট রক্তকরবী মঞ্চে ওই অনুষ্ঠানে হয়েছে। মনিপুরী ও সমকালীন, রবীন্দ্রসঙ্গীতে নৃত্য পরিবেশন হয়। |
উপলক্ষ ঋতুপর্ণ ঘোষের স্মৃতিতে ভিডিও অ্যালবাম প্রকাশ। সেই অনুষ্ঠানের আগে গিরিজা দেবীকে মঞ্চে নিয়ে
আসছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং প্রশান্ত সমাদ্দার। রবিবার, সায়েন্স সিটিতে। ছবি: রণজিৎ নন্দী।
|
এক অনুষ্ঠান উপলক্ষে শহরে হেমা মালিনী। সঙ্গে মন্ত্রী অরূপ বিশ্বাস।
রবিবার, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। ছবি: দেবাশিস রায়।
|
মান্না দে-র চিতাভস্ম গঙ্গায় ভাসাচ্ছেন শিল্পীর মেয়ে-জামাই। ছবি: সুদীপ আচার্য।
|
জয়পুরে প্রচারে শাহিদ কপূর এবং সোনাক্ষী সিংহ। ছবি: পিটিআই। |
ভ্রম সংশোধন |
গত কাল ‘ফেলে-আসা সুরের সুরভি নিয়ে ফিরছে হারমোনিকা’-শীর্ষক প্রতিবেদনে দু’টি ভুল
থেকে গিয়েছে। ‘এক হি রাস্তা’ ছবিতে হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে ‘সাওলে সালোনি আয়ো দিন বাহারকে’
গানটিতে হারমোনিকা বাজিয়েছিলেন মিলন গুপ্ত। আর ‘সোলওয়া সাল’-এ শচীন দেব বর্মণের সুরে
‘হ্যায় অপনা দিল’-এ হারমোনিকা বাজান রাহুল দেব বর্মণ। ফ্রি স্কুল স্ট্রিটের বাদ্যযন্ত্র
বিপণীর কর্তা পিটার রিমেডিওসের নাম পিটার রিবেইরো লেখা হয়েছে।
অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আমরা দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। |
|