২০-২২ ডিসেম্বর বাংলা গান উৎসব হচ্ছে শিলিগুড়িতে। প্রয়াত শিল্পী মান্না দে’র স্মরণে অনুষ্ঠানের আয়োজন হয়েছে। উত্তরবঙ্গের উঠতি শিল্পীদের সেখানে সুযোগ দেওয়া হচ্ছে। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, অতুল প্রসাদী, রজনীকান্ত, সুকান্তগীতি, লোকগীতি, পুরাতনী বাংলা গান, আধুনিক বাংলা গান গাইবেন তাঁরা। নামী শিল্পীদের সঙ্গে একই মঞ্চে গান গাওয়ার সুযোগ মিলবে। প্রধাননগরে মার্গারেট স্কুলের অডিটরিয়ামে অনুষ্ঠান হবে। উদ্যোক্তা বাংলা গান উৎসব কমিটির সভাপতি তাপস চট্টোপাধ্যায় জানান, এ বছর বাংলা গান উৎসব ৯ বছরে পড়ল। এক দিকে বাংলা গানের ইতিহ্য রক্ষা, এর প্রসার এবং প্রচার যেমন এই উৎসবের উদ্দেশ্য, তেমনই তরুণ প্রজন্মকে বাংলা গানের প্রতি উৎসাহী করে তুলতে চান তাঁরা। উদ্যোক্তাদের কথায়, উত্তরবঙ্গে বাংলা গানের জগতে অনেক উঠতি প্রতিভা রয়েছে। তাঁদেরকে সুযোগ করে দেওয়াটাও অন্যতম লক্ষ্য। ওই সমস্ত তরুণ শিল্পী যাতে অভিজ্ঞ গায়ক-গায়িকাদের কাছ থেকে পরামর্শ পেতে পারেন সেই সুযোগ করে দেওয়া হচ্ছে। উৎসবরে দিনগুলির মধ্যেই আমন্ত্রিত ওই সমস্ত অভিজ্ঞ শিল্পীদের সঙ্গে আলোচনার সুযোগ করে দেওয়া হবে। সেখানে নিজেদের বিভিন্ন সমস্যা আলোচনার মাধ্যমে শুধরে নেওয়ার সুযোগ পাবেন তাঁরা। সে কারণে শিল্পীদের নিয়ে আলোচনা সভা এবং কর্মাশালার আয়োজন করা হচ্ছে। রবীন্দ্রনাথের নোবেল জয়ের শতবর্ষ উপলক্ষে রবীন্দ্রসঙ্গীতের উপর বিশেষ কর্মশালা হবে। নতুন শিল্পীরা অডিশনের মাধ্যমে ওই উৎসবে সুযোগ পেতে পারবেন। ১৪-১৫ ডিসেম্বর অডিশন। মার্গারেট স্কুলের কাছে উদ্যোক্তাদের কার্যালয়ে গানে উৎসাহীরা যোগাযোগ করতে পারবেন। অডিশনে বিভিন্ন বিভাগে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীকে উৎসব মঞ্চে পুরস্কৃত করা হবে। ১০ বছরের নীচে যাঁদের বয়স তাদের জন্য শিশু বিভাগও এই বছর থেকে চালু করা হয়েছে। |