টুকরো খবর
আমেরিকার সঙ্গে চুক্তির পক্ষেই আফগান নেতারা
নিরাপত্তা নিয়ে আমেরিকার সঙ্গে চুক্তি সই করার পক্ষেই মত দিলেন আফগান নেতারা। যদিও প্রেসিডেন্ট হামিদ কারজাই এখনই এ নিয়ে নিজের মত খোলসা করেননি। আগামী বছর আফগানিস্তান থেকে মার্কিন সেনার সরে যাওয়ার কথা। দেশে মার্কিন সৈন্যদের ভবিষ্যৎ ঠিক করতে ২৫০০ আফগান উপজাতি নেতার বৈঠক ‘লোয়া জিরগা’ ডেকেছিলেন প্রেসিডেন্ট কারজাই। চার দিনের ওই বৈঠক শেষে আমেরিকার সঙ্গে তাড়াতাড়ি নিরাপত্তা চুক্তি সই করার পক্ষেই মত দিলেন অধিকাংশ নেতা। যদিও হামিদ কারজাই মনে করেন, এপ্রিল মাসে দেশে নির্বাচনের আগে এ নিয়ে পদক্ষেপ করা ঠিক হবে না। তা না হলে, বিদেশি রাষ্ট্র ভোটে মাথা গলানোর সুযোগ পেয়ে যাবে। লোয়া জিরগা নিজেদের অবস্থান স্পষ্ট করার পর কারজাই কী সিদ্ধান্ত নেন, এখন সেটাই দেখার।

সুজানের দাবি
নোবেল শান্তি পুরস্কার জয়ের মতো কিছুই করেননি ওবামা, মনে করেন অস্কারজয়ী অভিনেত্রী সুজান সারানডন। গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করতে ভারতে এসেছেন হলিউডের এই অভিনেত্রী। ২০০৯ সালে বিশ্বশান্তির ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য নোবেল পুরস্কার জেতেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সারানডন বলেন, “আমি যদি ইরাক বা আফগানিস্তানের কোনও হতভাগ্য মা হতাম, তা হলে এই খবরে নিঃসন্দেহে হতাশ হতাম।”

দায় স্বীকার
তিয়েন-আন-মেন স্কোয়ারে একটি গাড়ি দুর্ঘটনার তদন্তে নেমে বেজিং পুলিশ জানিয়েছিল, আদতে সেটি ছিল জঙ্গি হানা। মাসখানেক আগের সেই ঘটনার দায়িত্ব অবশেষে স্বীকার করল এক মুসলিম জঙ্গি সংগঠন। পাশাপাশি তারা হুমকিও দিয়েছে, ভবিষ্যতে এমন আরও হানার মুখোমুখি হতে তৈরি থাকুক চিন। সম্প্রতি এমন খবরই প্রকাশ হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমে। অক্টোবর মাসে ওই গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় তিন জনের। ওই ঘটনার জেরে বেজিং পুলিশ পাঁচ জনকে গ্রেফতার করেছিল।

সংঘর্ষে হত ১৬০
বিদ্রোহী ও সেনা বাহিনীর মধ্যে দিনভর সংঘর্ষে গত দু’দিনে সিরিয়ায় নিহত হলেন ১৬০ জন। রবিবার এই খবর জানিয়েছে সিরিয়ার পর্যবেক্ষক দল। রাজধানী দামাস্কাসের পূর্ব দিকে ঘউটা শহর বিদ্রোহীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। রবিবার এই এলাকাই উত্তপ্ত হয়ে ওঠে সংঘর্ষে। বিদ্রোহীদের শক্তি খর্ব করতে গত অগস্টে এখানেই প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রাসায়নিক হামলা চালিয়েছিলেন বলে অভিযোগ।


সাবধান: রবিবার ইসলামাবাদের চিড়িয়াখানায়।

ড্রোন হানার বিরুদ্ধে: করাচির রাস্তায় বিক্ষোভে জামাত-এ ইসলামি
এবং ইমরান খানের দল তেহেরিক-ই-ইনসাফ। রবিবার।
ছবি: এএফপি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.