তিন বছর আগে নিখোঁজ হয়ে যাওয়া ডুয়ার্সের তরুণীকে দিল্লি থেকে উদ্ধার করে বাড়ি পাঠাল পুলিশ। শনিবার দিল্লি পুলিশের একটি দল ওই তরুণীকে শামুকতলায় নিয়ে আসেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিন বছর আগে শামুকতলার বাসিন্দা এক তরুণী কোহিনূর চা বাগানে তার এক আত্মীয়ের বাড়িতে ঘুরতে গিয়ে নিখোঁজ হয়ে যান। বাবা-মায়ের মৃত্যুর পরে শামুকতলায় মাসির বাড়িতেই থাকতেন ওই তরুণী। এ দিন দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, গত অক্টোবরে দিল্লির তিলকনগর এলাকায় একা ঘুরতে দেখে তরুণীকে আটক করে, হোমে পাঠিয়ে দেয় পুলিশ। তরুণীর থেকে বাড়ির ঠিকানা জোগাড় করে দিল্লি পুলিশ শামুকতলা থানায় যোগাযোগ করে।
শামুকতলা থানার ওসি দীপঙ্কর সাহা বলেন, “দিল্লি পুলিশের আমাদের ঠিকানা জানানোর পরে, যোগাযোগ করে তরুণীর বাড়ি এবং আত্মীয়দের খোঁজ মেলে। সে কথা জানাতে এ দিন দিল্লি পুলিশের দলটি তরুণীকে শামুকতলায় নিয়ে আসে।”
পুলিশ জানায়, দিন মজুর মাসি-মেসোর কাছে বড় হওয়া ওই তরুণী তিন বছর আগে নিখোঁজ হয়ে যাওয়ার পরে, পরিবারের তরফে নিখোঁজ সংক্রান্ত অভিযোগও জানানো হয়। দিল্লিতে উদ্ধার হওয়ার পরে তরুণী পুলিশকে জানায়, এক অচেনা মহিলা তাকে বাগান থেকে দিল্লিতে নিয়ে যায়। তবে কেন সে দিল্লির রাস্তায় একা ঘুরছিল বা কোন মহিলা তাকে দিল্লি নিয়ে যায় সে বিষয়ে তরুণী কিছু জানাতে পারেননি। ওই তরণীর মাসি এ দিন বলেন, “ওকে ফিরে পাব ভাবিনি। দিল্লি পুলিশকে ধন্যবাদ।”
দিল্লি পুলিশের তদন্তকারী অফিসার ওম প্রকাশ যাদব বলেন, “৮ অক্টোবর তরুণীকে উদ্ধার করা হয়। আদালতের নির্দেশে তাকে একটি হোমে রাখা হয়। দেড় মাস পর তার কাছ থেকে ঠিকানা জানতে পারি। তবে কে তাকে দিল্লি নিয়ে গেল, তারপরে কী হল সে বিষয়ে তরুণী কিছু জানাতে পারেননি।” |