টুকরো খবর
শিলিগুড়িতে প্রচারে আসবেন বরুণ গাঁধী
আসন্ন লোকসভা নির্বাচনের প্রচারে আগামী ১৭ ডিসেম্বর উত্তরবঙ্গে আসছেন বরুণ গাঁধী। শনিবার শিলিগুড়িতে এক সাংবাদিক বৈঠকে এখবর জানান বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি রাহুল সিংহ। ১৭ ডিসেম্বর উত্তর দিনাজপুরের করণদিঘি এবং ১৮ তারিখ শিলিগুড়িতে জনসভা করবেন বরুণ বলে জানা গিয়েছে। এ দিন বৈঠকে রাহুলবাবু সারদা কাণ্ডে কুণাল ঘোষের সংবাদমাধ্যমে বিবৃতি ও কান্নাকে নাটক বলে অভিহিত করেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী সারদা কাণ্ডে কেন সিবিআই তদন্ত চাইছেন না তার জবাব দাবি করেন। তিনি বলেন, ‘সারদা কাণ্ডে জড়িত পাঁচটি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য সব রাজ্যই সিবিআই তদন্তের পক্ষে রায় দিয়েছে। মুখ্যমন্ত্রী সিবিআই না চাইলে ভবিষ্যতে তাঁর ইস্তফাও দাবি করতে বাধ্য হব।” এ দিন শিলিগুড়িতে একটি বেসরকারি ভবনে রাহুল সিংহ, দলের রাজ্য সম্পাদক বিশ্বপ্রিয় রায়চৌধুরী, উত্তরবঙ্গের প্রশিক্ষণ কমিটির সদস্য পঞ্চানন রাউত, উত্তরবঙ্গের জেলা প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন।

ছিনতাইয়ে বাধা, খুন
ট্রাক ছিনতাই করতে বাধা পেয়ে এক চালককে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। শুক্রবার গভীর রাতে ইসলামপুরের পামল এলাকায় এই ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃত ট্রাক চালকের নাম দীপক ঘোষ (৩০)। তিনি মালদহের চাঁচল থানার আলমপুর এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে চাল বোঝাই একটি ট্রাক ইসলামপুর-রায়গঞ্জ রাজ্য সড়ক হয়ে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। রাত ১টা বাইকে করে আসা ৪ জনের একটি দুষ্কৃতীদল আগ্নেয়াস্ত্র দেখিয়ে ট্রাকে থাকা চালক সহ সকলকে নেমে চলে যেতে বলেন। ট্রাকের মালিকও চালকের পাশের আসনে বসে ছিলেন। তাঁরা নামতে অস্বীকার করলে, চালক দীপকবাবুকে গুলি করে বাইকে চেপে দুষ্কৃতীদলটি পালিয়ে যায় বলে ট্রাকের মালিক মন্টু ঘোষ জানিয়েছেন। ঘটনার পরে গুলিবিদ্ধ ট্রাক চালককে পাশে বসিয়ে মন্টুবাবুই ট্রাক চালিয়ে ইসলামপুর হাসপাতালে নিয়ে যান। পুলিশ এ দিন রাত পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

পাচারের সন্দেহে গ্রেফতার
পাচারকারী চক্রে জড়িত সন্দেহে এক মহিলাকে ডুয়ার্সের ওদলাবাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের হেফাজত থেকে দুই কিশোরীকেও উদ্ধার করেছে পুলিশ। শনিবার স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা বাসস্ট্যান্ডে দুই কিশোরীকে নিয়ে সন্দেহজনক ভাবে ঘুরতে দেখে ববিতা ওঁরাও নামের এক মহিলাকে আটক করেন। মহিলা-সহ কিশোরীদের থানায় নিয়ে য়ান স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। আটক মহিলা পুলিশের জেরায় সন্তোষজনক জবাব দিতে পারেননি বলে জানা গিয়েছে। এরপরে স্বেচ্ছাসেবী সংস্থার তরফে দায়ের করা অভিযোগের ভিত্তিতে ওই মহিলাকে গ্রেফতার করা হয়।

দুর্ঘটনায় মৃত দুই
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক বাইক চালক এবং এক পথচারীর। শনিবার সকালে দক্ষিণ দিনাজপুরের হিলির বক্সিগঞ্জ এলাকায়। হিলি থেকে বালুরঘাটগামী একটি ট্রাকের সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পথচারী এক মহিলাকে ধাক্কা দেয় বলে পুলিশ জানিয়েছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় পথচারী প্রতিমা দাস (৪৮)-এর। জখম বাইক চালক নরেন্দ্র পাল (৪৫)-কে হিলি গ্রামীন হাসপাতালে ভর্তি করানো হয়। এ দিন সকালে তাঁর মৃত্যু হয়েছে।

বাধা পেয়ে খুন
ট্রাক ছিনতাই করতে বাধা পেয়ে এক চালককে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। শুক্রবার গভীর রাতে ইসলামপুর থানার পামল এলাকাতে ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, মৃত ট্রাক চালকের নাম দীপক ঘোষ (৩০)। তিনি মালদহের চাঁচল থানার আলমপুর এলাকার বাসিন্দা।

মোটরবাইক চুরি
পাইপ বেয়ে ছাদে উঠে, পরপর দু’টি গ্রিলের তালা ভেঙে জেলা পরিষদের সহ সভাধিপতির বাড়ির বারান্দা থেকে বাইক নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। শনিবার গভীর রাতে মাথাভাঙা থানার পচাগড় এলাকায় কোচবিহার জেলা পরিষদের সহ সভাধিপতি ললিত প্রামাণিকের বাড়িতে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। কোচবিহারের জেলা পুলিশ সুপার অনুপ জয়সওয়াল বলেন, “ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।”





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.