গভীর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে এক সিপিএম-কর্মীকে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে টিটাগড় থানার রাসমণি মন্দির সংলগ্ন এলাকায়। পুলিশ জানিয়েছে, নিহতের নাম রাজেন্দ্র রজক (৫০)। চটকলের ঠিকাদার ছিলেন তিনি। এই ঘটনায় কংগ্রেসের এক স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলেও এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে তাঁর স্ত্রী ও ছেলের সঙ্গে ঘরেই ছিলেন রাজেন্দ্র ওরফে টুনটুন। মধ্যরাতে কয়েক জন তাঁকে বাড়ির বাইরে ডেকে নিয়ে যায়। পুলিশ জেনেছে, শ্মশানঘাটের কাছে বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বেই তাঁকে চপার দিয়ে কুপিয়ে খুন করা হয়। সেই সময়ে কাছের কয়েকটি খাবারের হোটেল খোলা ছিল। চিৎকার শুনে বাড়ির লোকজন গিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন রাজেন্দ্র। হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়। স্থানীয় সূত্রে খবর, রাজেন্দ্রবাবু ব্যারাকপুরের প্রাক্তন সিপিএম সাংসদ তড়িৎ তোপদারের ঘনিষ্ঠ ছিলেন। তড়িৎবাবু বলেন, “রাজেন্দ্র আমাদের দলের এক জনপ্রিয় কর্মী ছিলেন। এই ঘটনার পিছনে কোনও রাজনৈতিক চক্রান্তের অভিযোগ আমরা এখনও করিনি। পুলিশি তদন্তের গতিপ্রকৃতি দেখেই পরবর্তী পদক্ষেপ স্থির করব।”
শুক্রবার রাতে নিহতের পরিবারের তরফে পুলিশে অভিযোগ জানানো হয়, এই খুনের পিছনে ব্যারাকপুর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর রমেশ সাউয়ের হাত রয়েছে। পুলিশ সূত্রের খবর, রমেশ সাউ বেশ কয়েক দিন ধরেই কামারহাটির এক হাসপাতালে ভর্তি। তাঁর সঙ্গে কথা বলা যায়নি। প্রদেশ কংগ্রেসের নেতা সম্রাট তপাদার বলেন, “রাজেন্দ্র রজকের নামে পুলিশের খাতায় বহু অভিযোগ ছিল। এখন কংগ্রেসকে ফাঁসাতে পরিবারের তরফে এ সব মিথ্যা অভিযোগ করা হচ্ছে।” |