|
|
|
|
|
আজ ফের ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ |
কোহলিদের দেখে শিখুক ব্র্যাভোরা
সৌরভ গঙ্গোপাধ্যায় |
|
বিশাখাপত্তনমে দ্বিতীয় ওয়ান ডে-তে মুখোমুখি হচ্ছে আত্মবিশ্বাসী ভারত এবং এমন একটা ওয়েস্ট ইন্ডিজ টিম, যাদের কাছে এই সফরটা আপাতত একটা দুঃস্বপ্ন। সিরিজে ফিরতে গেলে ওয়েস্ট ইন্ডিজকে দারুণ কিছু করতে হবে। সত্যি বললে, বাকি দুটো ম্যাচে সেটা হবে বলে আমার মনে হয় না।
দুটো ফর্ম্যাটেই ভারতীয় স্পিনাররা ওয়েস্ট ইন্ডিজের উপর কর্তৃত্ব দেখিয়ে যাচ্ছে। বিশাখাপত্তনমের ভাল পিচেও ওয়েস্ট ইন্ডিজ জেতার মতো খেলতে পারবে কি না, সন্দেহ আছে। মানছি ক্রিস গেল ভাল ফর্মে ছিল না। তবু ওর অনুপস্থিতি ওর টিমকে ভোগাবে। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’-র খেলা দেখে মনে হচ্ছিল এই সিরিজে ভাল লড়াই হবে। ওদের সিনিয়ররা খেলাটাকে পরের স্তরে নিয়ে যেতেই পারল না।
ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ওদের ভুগিয়ে যাচ্ছে। শুরুটা ভাল করলেও সেটাকে বড় স্কোরে নিয়ে যেতে পারেনি ওরা। ব্র্যাভো আর চার্লসের মতো তরুণরা ভাল খেললেও বড় রান পাচ্ছে না। কী ভাবে ফোকাস ধরে রাখতে হয়, সেটা বিরাট-রোহিতদের কাছ থেকে শেখা উচিত ওদের।
ক্যারিবিয়ান কোচ রিচি রিচার্ডসন নিজে এত ভাল ব্যাটসম্যান ছিলেন। ভারতীয় ব্যাটসম্যানরা কী ভাবে স্পিন খেলছে, সেটা ওঁর নিজের টিমের ব্যাটসম্যানদের শেখানো দরকার। ভারতীয়রা যেখানে স্পিন বুঝে ক্রিজ থেকে এগিয়ে আসছে বা পিছিয়ে যাচ্ছে, ক্যারিবিয়ানরা সেখানে একই জায়গায় আটকে টার্নের সামনে বিপদে পড়ছে। ওয়েস্ট ইন্ডিজে প্রচুর বড় বড় ব্যাটসম্যান জন্মেছেন, যাঁরা খুব ভাল স্পিন খেলতেন। সেই টেকনিকটা তরুণদের শেখানো হচ্ছে না কেন? রিচার্ডস, লারা, হেইন্স, গ্রিনিজ, লয়েড স্পিনের এত ভাল মোকাবিলা করতেন। কিন্তু এখনকার ব্যাটসম্যানরা তো রায়না বা যুবরাজ সিংহের মতো অনিয়মিত স্পিনারদেরও সামলাতে পারছে না।
এ সবের মধ্যে ওদের এক জনের পারফরম্যান্স দেখে খুব ভাল লাগল তরুণ পেসার জেসন হোল্ডার। ওর গতি খুব বেশি না হলেও জেসন খুব চালাক বোলার। টেম্পারামেন্টও ভাল।
বিশাখাপত্তনমে বরাবর ভাল রান উঠেছে। আশা করছি ভারতীয় দর্শকদের একটা ভাল ম্যাচ উপহার দিতে পারবে ওয়েস্ট ইন্ডিজ। |
|
|
|
|
|