টুকরো খবর |
যন্ত্র-বিভ্রাটে তিন দিন বন্ধ টিকিট সংরক্ষণ
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
মালদহের চাঁচল ও সামসিতে কম্পিউটার চালিত ট্রেনের টিকিট সংরক্ষণ কেন্দ্রটি তিনদিন ধরে বন্ধ। সার্ভারের ত্রুটির জন্য গত বুধবার থেকেই ওই কেন্দ্র দু’টি বন্ধ হয়ে থাকলেও কর্তৃপক্ষের হেলদোল নেই বলে বাসিন্দাদের অভিযোগ। তাঁরা জানান, প্রতিদিনই দূরদূরান্ত থেকে টিকিট কাটতে এসে যাত্রীদের নাকাল হয়ে ফিরে যেতে হচ্ছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে রেল সূত্রের খবর। উত্তর পূর্ব সীমান্ত রেলের কাটিহারের ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার আর কে ঝা বলেন, “যান্ত্রিক সমস্যার জন্যই দুটি টিকিট সংরক্ষণ কেন্দ্র বন্ধ। বিশেষজ্ঞেরা চেষ্টা করছেন। আশা করছি দ্রুত সমস্যা মিটে যাবে।” সামসি রেল স্টেশন ও চাঁচল গ্রাম পঞ্চায়েত দফতরের পাশে রেলের ওই দুটি আসন সংরক্ষণ কেন্দ্র রয়েছে। দূরপাল্লার ট্রেনের টিকিট কাটতে প্রতিদিন সকাল থেকেই ওই কাউন্টার দুটিতে বাসিন্দারা ভিড় করেন। কিন্তু মাঝেমধ্যেই কেন্দ্র দুটি সমস্যার জেরে বন্ধ থাকে বলে অভিযোগ। যাত্রীদের অভিযোগ, প্রায়শই কাউন্টারের সামনে সিস্টেম ফেল বা লিঙ্ক ফেল লেখা বোর্ড ঝোলানো থাকে। এতে দূর থেকে টিকিট কাটতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। চাঁচল উন্নয়ন সমিতির সভাপতি দেবব্রত ভোজ বলেন, “চাঁচল ও সামসির কাউন্টার দুটি নিয়ে কর্তৃপক্ষর হেলদোল আছে মনে হয় না। এভাবে চললে আন্দোলন করতে হবে।”
|
শীতাতপ নিয়ন্ত্রিত কামরা উদ্বোধন
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
কলকাতাগামী রাধিকাপুর এক্সপ্রেসের সঙ্গে একটি নতুন শীততাপ নিয়ন্ত্রিত থ্রি টায়ার কামরা জোড়া হল। শুক্রবার সন্ধ্যায় রায়গঞ্জ স্টেশনে ওই কোচের উদ্বোধন করেন রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাশমুন্সি। ট্রেনটি প্রতিদিন রাধিকাপুর, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ হয়ে কলকাতার চিৎপুর স্টেশনে যাতায়াত করে। এতদিন একটি শীততাপ কামরাটিকে দুটি ভাগ করে থ্রি টায়ার ও টু টায়ার করা ছিল। নতুন কামরাটির সঙ্গে ওইটিও থাকছে। দীপাদেবী কালিয়াগঞ্জ থেকে নতুন কামরায় রায়গঞ্জে এসে উদ্বোধন করেন। তিনি বলেন, “রেলমন্ত্রী ও রেল মন্ত্রকের অফিসারদের কাছে দীর্ঘদিন ধরেই বিষয়টি নিয়ে দরবার করছিলাম।” যদিও জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অমল আচার্যের দাবি, “সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় রেলমন্ত্রী থাকাকালীন অতিরিক্ত কোচটি অনুমোদন করেন।”
|
রেড ব্যাঙ্ক বাগান নিয়ে ব্যবস্থার ইঙ্গিত
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
উত্তরবঙ্গের রুগ্ন রেড ব্যাঙ্ক চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। শুক্রবার মহাকরণেতিনি বলেন, “রেড ব্যাঙ্ক চা বাগানের সমস্যা মেটানোর জন্য যে বৈঠক ডাকা হয়েছিল মালিকপক্ষ তাতে আসেননি। ওঁরা অনেক অন্যায় করেছেন। ওঁদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেব।” ঢেকলাপাড়া চা বাগান নিয়ে বৈঠকে শিল্পমন্ত্রী এবং খাদ্যমন্ত্রী উপস্থিত ছিলেন বলে গৌতমবাবু জানিয়েছেন। রায়পুর চা বাগানকে চাঙ্গা করতে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও তিনি জানিয়েছেন। এ ছাড়া মন্ত্রী এ দিন জানিয়েছেন, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসটি জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ চত্বরে হবে। দ্বিতীয় ক্যাম্পাস তৈরির কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে বলেও তিনি জানিয়েছেন।
|
বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে ধৃতকে শিকলে বাঁধার নালিশ
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
চোরাচালানের অভিযোগে ধরা এক ব্যক্তিকে মারধর করে হাতে শেকল পরিয়ে থানায় নিয়ে আসার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, বুধবার রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে বিএফএফ জওয়ানেরা থানায় নিয়ে আসলে কালিয়াচক থানার পুলিশ তাকে হেফাজতে নিতে অস্বীকার করে। পরে অবশ্য বিএসএফ ওই ব্যক্তিকে চিকিৎসা করিয়ে শুক্রবার পুলিশের হাতে তুলে দেয়। কালিয়াচক থানার আইসি শুভব্রত ঘোষ বলেন, “ধৃতকে এদিন কোর্টে তোলা হয়।” বিএসএফের মালদহ রেঞ্জের ডিআইজি রাজ সিংহ রাঠোর জানান, বাংলাদেশে নিষিদ্ধ কাশির সিরাপ পাচার করার অভিযোগে বিএসএফ জওয়ানেরা রঘু শেখ নামে এক পাচারকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।
|
ছিনতাইকারী সন্দেহে ধৃত
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর
|
ছিনতাই চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে ইসলামপুর থানার সুজালি এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম মঙ্গলু শেখ। বাড়ি ওই এলাকাতে। ধৃত ব্যক্তি একাধিক ছিনতাই এর ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে বলে পুলিশি সূত্রে জানানো হয়েছে।
|
দগ্ধ বধূর মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ এক বধূর শুক্রবার মৃত্যু হয়েছে। বালুরঘাট শহরের মাস্টারপাড়ার বাসিন্দা শিপ্রা সাহাকে (৪২) গত সোমবার অগ্নিদগ্ধ অবস্থায় বালুরঘাট জেলা হাসপাতাল ভর্তি করা হয়েছিল। অশান্তির জেরে ওই বধূ গায়ে আগুন দেন।
ডুবে মৃত্যু। জলে ডুবে মৃত্যু হলো এক দিনমজুরের। শুক্রবার বালুরঘাট থানার চিঙ্গিশপুরে। মৃত লালমণি রবিদাস (৪৫) নেশা করে একটি পুকুরে স্নান করতে নেমে ডুবে যান।
|
ধর্ষণের নালিশ, ধৃত
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে ধরেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে চোপড়ার কামারটোল এলাকা থেকে ধৃত যুবকের নাম সেলিম মহম্মদ। বাড়ি এলাকাতেই। পড়শি এক কিশোরীকে বাঁশ ঝাড়ে টেনে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ।
|
বিশ্ব দর্শন দিবস |
২১শে নভেম্বর বিশ্ব দর্শন দিবসে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উদ্বোধক ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ। উপস্থিত ছিলেন অমর হর, ইন্দ্রজিৎ রায়, পবিত্র রায়, আনন্দগোপাল ঘোষ, গোপালচন্দ্র খান প্রমুখ। সভায় ধন্যবাদ জ্ঞাপন করেন দেবকুমার মুখোপাধ্যায়।
|
আলোচনাচক্র |
কোচবিহারের শীতলকুচি কলেজে দু’দিন ধরে চলল এক আলোচনাচক্র। রুরাল আউট মাইগ্রেশন ইন নর্থবেঙ্গল সিন্স ১৯৪৭’ শীর্ষক আলোচনাচক্রের উদ্বোধন করেন বনমন্ত্রী হিতেন বর্মন। ছিলেন কলেজের অধ্যক্ষ আফজল হোসেন, শিক্ষক দ্যূতিষ চক্রবর্তীও। |
|