টুকরো খবর
তৃণমূল নেতাকে মারধর, ধৃত এক
উপ-নির্বাচনের আগের রাতে প্রহৃত হলেন রঘুনাথপুরে প্রাক্তন উপ-পুরপ্রধান, তৃণমূলের প্রহ্লাদ দে এবং এক দলীয় কর্মী। বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ নয় নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটে। তৃণমূলের অভিযোগ, সিপিএম ও কংগ্রেস একযোগে তাদের নেতা-কর্মীদের মারধর করেছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে জয়দেব চক্রবর্তী নামে এক জনকে ধরেছে পুলিশ। ধৃতকে নিজেদের সমর্থক দাবি করে সিপিএমের পাল্টা অভিযোগ, ভোটের আগের রাতে ভোটারদের অনৈতিক ভাবে প্রভাবিত করছিল তৃণমূল। জয়দেব তার প্রতিবাদ করায় মিথ্যা অভিযোগে তাঁকে গ্রেফতার করানো হয়েছে। শুক্রবার রঘুনাথপুর পুরসভার ৯ ও ১২ নম্বর ওয়ার্ডে উপ-নির্বাচন হয়েছে। রঘুনাথপুরের পুরপ্রধান, তৃণমূলের মদন বরাটের অভিযোগ, “বৃহস্পতিবার রাতে প্রহ্লাদ এবং দলীয় কর্মী কাঞ্চা দত্ত ৯ নম্বর ওয়ার্ডে দলীয় কাজ সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময়ে সিপিএম ও কংগ্রেসর লোকজন তাঁদের মারধর করে।” অভিযোগ উড়িয়ে দিয়ে কংগ্রেসের পাল্টা দাবি, ওই রাতে অন্য ওয়ার্ডের দলীয় নেতা ও কর্মীদের পাঠিয়ে তৃণমূল ৯ নম্বরের ভোট কেনার চেষ্টা চালিয়েছিল। সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য প্রদীপ রায়ের একই অভিযোগ তুলে বলেন, “স্থানীয় বাসিন্দারা ভোটারদের প্রভাবিত করার চেষ্টার প্রতিবাদ করায় আমাদের কর্মীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে তৃণমূল।” ধৃত ব্যক্তিকে এ দিন রঘুনাথপুর আদালতে হাজির করানো হলে বিচারক ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন।

বাঁকুড়ায় গোলমাল
উপ-নির্বাচনের আগের দিন, বাঁকুড়ার ২৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে আধার কার্ড বিলি করার অভিযোগ তুলল বিজেপি। দলের জেলা সহ-সভাপতি জীবন চক্রবর্তী বলেন, “ভোটারদের প্রভাবিত করতে আশ্রমপাড়া এলাকার বাসিন্দাদের আধার কার্ড ডাকঘর থেকে তুলে তৃণমূল কর্মীরা নিজেরা বিলি করেন। মহকুমাশাসককে বিষয়টি লিখিত ভাবে জানিয়েছি।” বাঁকুড়ার পুরপ্রধান তৃণমূলের শম্পা দরিপা দাবি করেন, “আধার কার্ড ডাকযোগে মানুষের বাড়ি বাড়ি পাঠানো হচ্ছে। তা হলে কী ভাবে আমরা সেই কার্ড হাতে করে বিলি করব?” মহকুমাশাসক (সদর) অভিজিৎ মুখোপাধ্যায় জানান, আধারকার্ড হাতে হাতে বিলি করার অভিযোগ উঠেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বৃহস্পতিবার রাতে ওই এলাকার এক ব্যক্তিকে মারধরের অভিযোগে পুলিশ কংগ্রেসের এক নির্বাচনী এজেন্টকে ধরে। শুক্রবার তিনি জামিন পান। জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি অরূপ বন্দ্যোপাধ্যায়ের দাবি , “মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে।”

দুর্ঘটনায় মৃত্যু
প্রাতর্ভ্রমণে বেরিয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে আবগারি দফতরের এক কনস্টেবলের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সঞ্জীব দাস (৪৭)। বাড়ি রঘুনাথপুরের পাঁইসাপাড়া এলাকায়। তিনি পুরুলিয়ায় কর্মরত ছিলেন। পুলিশ জানিয়েছে, শুক্রবার ভোরে রঘুনাথপুর থানার অদূরে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে সস্ত্রীক প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন সঞ্জীববাবু। পিছন থেকে একটি গাড়ি ধাক্কা মারলে গুরুতর জখম হন তিনি। রঘুনাথপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানান, সঞ্জীববাবুর মৃত্যু হয়েছে। তবে ওই গাড়িটির সন্ধান পায়নি পুলিশ। এ দিনই পুরুলিয়া মফস্সল থানা এলাকায় পুরুলিয়া-রাঁচি রাস্তায় বেলকুড়ি গ্রামের কাছে বেসরকারি বাসের ধাক্কায় মৃত্যু ছুটু কালিন্দী (৪৪) নামে এক ব্যক্তির। মৃতের বাড়ি বাড়ি মফস্সল থানার চাকড়া গ্রামে। পুলিশ বাসটিকে আটক করলেও চালক পলাতক। ভুবনেশ্বরী মাতা উৎসব। আজ, শনিবার বিষ্ণুপুর শহরের কৃষ্ণবাঁধ ঘাটে শ্রী শ্রী ভুবনেশ্বরী মাতার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পুজো, হোমযজ্ঞ, চণ্ডীপাঠ, সন্ধ্যারতির অয়োজন করা হয়েছে। সন্ধ্যায় কিশলয় সঙ্ঘের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। পুজো কমিটির পক্ষে জয়দেব গোস্বামী জানান, “রাতে পুজো প্রাঙ্গণে মঞ্চস্থ হবে ভক্তিমূলক যাত্রাপালা ‘বিল্বমঙ্গল’।

টাকা ছিনতাই
আগ্নেয়াস্ত্র দেখিয়ে একটি সমবায় সমিতির সাড়ে ৯ লক্ষ টাকা ছিনতাই করল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটে সোনামুখী থানার মহেশপুরের কাছে, ডিভিসি ক্যানেলের ধারে। রাতে থানায় অভিযোগ দায়ের করা হয়। সোনামুখী ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক থেকে টাকা তুলে এক সহকর্মীকে নিয়ে ফিরছিলেন দুবরাজপুর সমবায় সমিতির ম্যানেজার মহম্মদ এর্তেজা আলি। পুলিশের কাছে তাঁর অভিযোগ, রাস্তায় দু’জন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাঁদের টাকা ছিনতাই করে পালায়। তদন্ত শুরু করে পুলিশ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.