টুকরো খবর
আলু-পেঁয়াজ থেকে সিভিক পুলিশ, মমতার সমালোচনায় রেজ্জাক
বসিরহাটের জনসভায় রেজ্জাক মোল্লা। ছবি: নির্মল বসু।
মানুষের প্রতি আস্থা হারিয়ে তৃণমূল খুনোখুনির রাজনীতি শুরু করেছে, শুক্রবার বিকেলে উত্তর ২৪ পরগনার বসিরহাটের টাউনহল মাঠে এক জনসভায় এসে এমনটাই বললেন সিপিএমের রাজ্য চেয়ারম্যান বিমান বসু। তাঁর সঙ্গে ছিলেন ভাঙড়ের বিধায়ক তথা সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রেজ্জাক মোল্লা। সামনের লোকসভার নির্বাচন মাথায় রেখে তিনি বলেন, “গুজরাটের দাঙ্গাবাজ বিজেপি ক্ষমতায় এলে সংখ্যালঘুদের কফিন কিনতে হবে। বাঘে ছাগল ধরার মতো অবস্থা হবে। তাই একমাত্র ধর্মনিরপেক্ষ দল বামফ্রন্টকে শক্তিশালী করতে হবে।” অন্য দিকে, রাজ্যে আলু-পেঁয়াজের দাম বাড়াকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তাঁর বক্তব্য, “যে ভাবে বাজার গরম হচ্ছে, আলুর দাম বাড়ছে, তাতে ওনার পটল তোলার অবস্থা হচ্ছে। উনি লাখ লাখ চাকরি দিয়েছেন বলে কেবল তঞ্চকতা করছেন। ছেলেদের ডেকে গায়ে জামা পরিয়ে কালী পুজো, দুর্গাপুজো আর মহরমের জন্য সিভিক পুলিশ করছেন।” এ দিনের সভায় আরও উপস্থিত ছিলেন নিরঞ্জন সাহা, তন্ময় চট্টোপাধ্যায়, অয়ন বসু ও বসিরহাট দক্ষিণের বিধায়ক নারায়ণ মুখোপাধ্যায়।

মাকে খুনে গ্রেফতার ছেলে
সম্পত্তি নিয়ে বিবাদে মাকে কুপিয়ে খুন করার অভিযোগে ছেলেকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের জীবনতলার হাটবেড়িয়া থেকে কায়েম মোল্লা নামে ওই যুবককে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, কায়েমের মামা মান্নান মোল্লার অভিযোগ পেয়ে তাকে গ্রেফতার করা হয়। ১৫ নভেম্বর ভাঙড়ের নপুরআইট গ্রামে সাকিলা বিবিকে (৪৭) ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়। পুলিশসূত্রে জানা গিয়েছে, ছেলের সঙ্গে তাঁর সম্পত্তি নিয়ে বহুদিন ধরে বিবাদ চলছিল। ওই দিন অশান্তি চরম আকার নিলে কায়েম তাঁকে কোপায়। চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এর পর থেকেই কায়েম পালিয়ে বেড়াচ্ছিল। এ দিন রাতে জীবনতলা থেকে তাঁকে ধরা হয়।

নাবালিকাকে ধর্ষণে গ্রেফতার প্রৌঢ়
এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক প্রৌঢ়কে গ্রেফতার করল পুলিশ। করিম মোল্লা নামে বছর পঞ্চান্নর ওই প্রৌঢ়কে গোসাবার চণ্ডীপুর থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, সোমবার বাড়ির পাশেই খেলা করছিল ওই নাবালিকা। অভিযোগ, সেই সময়ে করিম তাকে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। বৃহস্পতিবার তার মাসির অভিযোগের ভিত্তিতে করিমকে গ্রেফতার করা হয়।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.