অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক ব্যবসায়ীর। পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বসিরহাট ও অনন্তপুর স্টেশনের মাঝে মহিদ হাসান মোল্লা ওরফে রাজু (৪০) নামে ওই ব্যবসায়ীর রক্তাক্ত মৃতদেহ রেল লাইনের ধারে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। তাঁরাই থানায় খবর দেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, রেল লাইনের পাশ দিয়ে যাওয়ার সময় অসতর্কতায় ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে। দেহ উদ্ধার করে বারাসত হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বসিরহাটের এসএন মজুমদার রোডের পাশে বড় চারতলা কাপড়ের দোকান আছে রাজুর। এ ছাড়াও তাঁর পরিবরের আরও কয়েকটি দোকান রয়েছে। গত কয়েক বছরে বছরে ব্যবসার কারণে কোটি টাকার উপরে দেনাগ্রস্ত হয়ে পড়েছিলেন রাজু। দেনা শোধ করতে না পারায় সম্প্রি তাঁর দোকান ব্যাঙ্ক বন্ধ করে দেয়। তা ছাড়া তাঁর বাড়িতেও টাকার জন্য ভিড় করতেন পাওনাদারেরা। এ সব নিয়েই রাজু যথেষ্ট উদ্বিগ্ন ছিলেন। মাঝেমধ্যেই মেজাজ হারিয়ে বচসায় জড়িয়ে পড়তেন। বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ তাঁকে শেষ দেখা যায় বসিরহাট স্টেশনে। এর পর বিকেল পাঁচটা নাগাদ তাঁকে রক্তাক্ত অবস্থায় বসিরহাট ও অনন্তপুর স্টেশনের মাঝে লাইনের ধারে পড়ে থাকতে দেখেন লোকজন। প্রাথমিক ভাবে পুলিশ এটাকে অসতর্কতাবশত মৃত্যুর ঘটনা বললেও পরিবারের বক্তব্য, বাজারে দেনা হয়ে যাওয়ায় চিন্তায় পড়ে গিয়েছিলেন রাজু। তবে দেনা শোধের জন্য কিছুদিন আগে মোটা অঙ্কের টাকার ব্যবস্থাও করে ফেলেন। তারপরেও কেন অচেনা জায়গায় রেল লাইনের ধারে গেলেন বোঝা যাচ্ছে না। পুরো ঘটনাই খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। |