|
|
|
|
টুকরো খবর |
সংঘর্ষে উত্তপ্ত ছাত্রাবাস
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
ছাত্রদের মধ্যে সংঘর্ষে ধুন্ধুমার বাধল হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি-র ছাত্রাবাসে। দ্বিতীয় বর্ষের ছাত্রদের সঙ্গে তৃতীয় ও চতুর্থ বর্ষের ছাত্রদের মধ্যে গোলমাল চলছিল কয়েকদিন ধরেই। বৃহস্পতিবার মাঝ রাতে বচসা থেকে হাতাহাতি বেধে যায়। তারপর লাঠি-উইকেট নিয়ে মারপিট শুরু হয়। ইট, কাঁচের বোতল ছোড়াছুড়ি চলে। মধ্যস্থতা করতে গিয়ে আহত হয়েছেন কলেজের এক শিক্ষক ও কর্মী। এমনকী জখম হন দু’জন পুলিশকর্মীও। তবুও কেউ কোথাও অভিযোগ দায়ের করেনি। সকালে পুলিশ দ্বিতীয় বর্ষের ২৯ জন ছাত্রকে আটক করে নিয়ে গেলেও পরে ছেড়ে দেয়। হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার অমিতাভ মাইতি বলেন, “ছাত্রদের নিজেদের মধ্যে গোলমাল। ২৯ জনকে আটক করে আনা হলেও পরে ব্যাক্তিগত বন্ডে ছেড়ে দেওয়া হয়েছে।” কলেজের ডেপুটি রেজিস্ট্রার অনুপ পাঁজা
এই নিয়ে মন্তব্য করতে অস্বীকার করেন। রেজিস্ট্রার অঞ্জন মিশ্র ফোনই ধরেননি। |
আইন ভেঙে হোটেল, উদ্বিগ্ন কোর্ট |
পূর্ব মেদিনীপুরের তাজপুরে উপকূল রক্ষা আইন লঙ্ঘন করে পরের পর হোটেল তৈরি করা হচ্ছে বলে অভিযোগ। এই ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। একটি জনস্বার্থের মামলায় বিচারপতি অসীম বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ শুক্রবার নির্দেশ দিয়েছে, আইন ভেঙে হোটেল নির্মাণ বন্ধে রাজ্য সরকার কী ব্যবস্থা নিচ্ছে, দু’সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে তা জানাতে হবে। আবেদনকারীর বক্তব্য, যে-ভাবে বালিয়াড়ি কেটে সমুদ্র পর্যন্ত পায়ে চলা রাস্তা করা হচ্ছে, তাতে যে-কোনও দিন জোয়ারের সময় হোটেলে জল ঢুকতে পারে। নিয়ম অনুযায়ী উপকূল থেকে অন্তত ৫০০ মিটার দূরত্বে হোটেল তৈরি করার কথা। |
|
|
|
|
|