|
|
|
|
ভোটার কার্ড ছিনতাইয়ের নালিশ
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
ভোটপর্ব সাঙ্গ হওয়ার পর তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ করল বামেরা। শুক্রবার সন্ধ্যায় ১ নম্বর ওয়ার্ডের শিরিষচকের লোধাপাড়ায় তৃণমূলের বাইক বাহিনী ঢুকে বাসিন্দাদের হুমকি দেয় বলে অভিযোগ। মারধরও করা হয়।
বৃহস্পতিবার গভীর রাতে ওই ওয়ার্ডের ৫৬ জনের ভোটার কার্ড ছিনতাই করে নেয় কিছু সশস্ত্র লোকজন। শুক্রবার ওই ভোটারেরা কার্ড ছাড়া ১ নম্বর ওয়ার্ডের কদমকানন প্রাথমিক বিদ্যালয় বুথে ভোট দিতে গেলে বাধা দেন তৃণমূলের লোকজন। তৃণমূল অভিযোগ করে, ভোটার কার্ড ছাড়াই কিছু ভোটারকে ভোট দেওয়াতে চাইছে বামেরা। অভিযোগ পেয়ে দুপুর সোয়া ১২টা নাগাদ ওই বুথে আসেন মহকুমাশাসক তথা পুর রিটার্নিং অফিসার এস অরুণপ্রসাদ। স্থানীয় শিরিষচকের বাসিন্দা নরেন ভুক্তা, বিমলা ভুক্তা, পাহাড়ি ভুক্তারা জানান, বৃহস্পতিবার গভীর রাতে মুখে কাপড় বেঁধে মোটর সাইকেলে চেপে আসা কিছু দুষ্কৃতী তাদের বাড়িতে চড়াও হয়ে মারধর করে ভোটার কার্ডগুলি ছিনতাই করে নেয়। অভিযোগ শুনে মহকুমাশাসক জানান, যাঁদের ভোটার কার্ড খোয়া গিয়েছে, তাঁদের ভোটার কার্ডের নম্বর সমেত থানায় জিডি করতে হবে। এরপর লোধারা থানায় অভিযোগ করেন। বিকল্প পরিচয়পত্র দেখিয়ে কয়েকজন ভোট দেন। অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় শিরিষচকে ফের সশস্ত্র বাইক বাহিনী গিয়ে হুমকি দিয়ে বলে, ১ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী হেরে গেলে লোধাদের এলাকা ছাড়া করা হবে। বন্দুকধারীরা ম্যাঙ্কিক্যাপ পরে ছিল বলে বাসিন্দাদের দাবি। হুমকির জেরে বাসিন্দাদের অনেকে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ পৌঁছনোর আগেই বাইক বাহিনী চম্পট দেয় বলে অভিযোগ। এলাকায় পুলিশ প্রহরা বসেছে।
শহর বামফ্রন্টের আহ্বায়ক শিবনাথ গুহ বলেন, “শিরিষচকের লোধারা আতঙ্কে রয়েছেন। যে কোনও সময় তাঁরা আক্রান্ত হতে পারেন। পুলিশকে বিষয়টি জানিয়েছি।” তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি নির্মল ঘোষ বলেন, “জনসমর্থন হারিয়ে বামেরা এখন এ সব গল্প ফাঁদছে।” |
|
|
|
|
|