ফুটছে দু’দলই। এক দল জোশে। আর এক দল নিজেদের হাল ফেরাতে।
আই লিগে শনিবার যুবভারতীতে চার্চিল ব্রাদার্সের মুখোমুখি হওয়ার আগে টোলগে-পেনরা ঘরোয়া লিগে পুলিশকে সাত গোল দিয়ে আত্মবিশ্বাসের এভারেস্টে। আর গত বারের চ্যাম্পিয়নরা ব্যস্ত তেরো দলের লিগ টেবলে নিজেদের দ্বাদশ স্থান থেকে উপরের দিকে নিয়ে যাওয়ার ব্যাপারে।
মহমেডান শিবির সূত্রে খবর, শনিবার সাদা-কালো জার্সি গায়ে রহিম নবির মাঠে নামার সম্ভাবনা প্রবল। দলে চোট আঘাত নেই। খেলবেন পেন-জোসিমার-সহ চার বিদেশিই। আজিজের দলের নাইজিরিয়ান মিডিও পেন যদিও সতর্ক। বলছেন, “আত্মবিশ্বাস বেড়েছে তা ঠিক। তবে আই লিগ আর কলকাতা লিগে আকাশপাতাল পার্থক্য।” শেষ পাঁচ ম্যাচে তিনটেতেই জিতেছে আজিজের দল। তবে মহমেডান কোচ সেই পরিসংখ্যানকে গুরুত্ব দিতে নারাজ। বলছেন, “অতীত পারফরম্যান্স হাতড়ে লাভ নেই। চার্চিলের বিরুদ্ধে সম্পূর্ণ অন্য ম্যাচ। অন্য খেলা।”
প্রতিপক্ষ গোয়ার দলটি এ বারের আই লিগে এখনও পর্যন্ত কোনও জয় পায়নি। আট ম্যাচে হার পাঁচ। ড্র তিন। গত বারের টিডি সুভাষ ভৌমিক মরসুমের মাঝপথে নতুন করে দায়িত্ব নেওয়ার পরেও দলের হাল তথৈবচ। ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে দু’গোলে এগিয়ে গিয়েও হারতে হয়েছে ২-৩। দুই বিদেশিকে ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে। তবে শনিবার তাদের সিরিয়ান স্ট্রাইকার ইয়াসের শাহিন খেলবেন শুরু থেকেই। সুভাষ আশাবাদী, একটা জয়ই বদলে দিতে পারে গোটা পরিস্থিতি। |
শনিবারে আই লিগ
মহমেডান-চার্চিল ব্রাদার্স (যুবভারতী, ২-০০)
বেঙ্গালুরু এফসি-স্পোর্টিং ক্লুব দ্য গোয়া (বেঙ্গালুরু, ৩-০০)
ডেম্পো-ইউনাইটেড স্পোর্টস (ভাস্কো, ৪-০০)। |