কাঠ আটক
নিজস্ব সংবাদদাতা • হিড়বাঁধ |
জঙ্গল থেকে চোরাপথে কাঠ পাচারের অভিযোগ তুলে কাঠবোঝাই একটি ট্রাককে আটকে রাখলেন স্থানীয় বাসিন্দারা। বাঁকুড়ার হিড়বাঁধ থানার মশানঝাড় গ্রামের কাছে শুক্রবার বিকেলের ঘটনা। খবর পেয়ে বন দফতরের আধিকারিকেরা ঘটনাস্থলে গিয়ে ওই ট্রাকটিকে ধরেন। ডিএফও (বাঁকুড়া দক্ষিণ বন বিভাগ) দেবাংশু মল্লিক বলেন, “আপাতত ট্রাকটিকে আটক করে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে।” |
নজরমিনারে হামলা
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
দাঁতালের হানায় গুড়িয়ে গেল একটি নজরমিনার। বৃহস্পতিবার রাতে ডুয়ার্সে ডায়না রেঞ্জে ঝাড়টন্ডু ও মেচবস্তির মাঝামাঝি এলাকায় ঘটনাটি ঘটে। হাতি থেকে ধান বাঁচাতে পাহারা দেওয়ার জন্যে বন দফতর পাকা নজরমিনারিতৈরি করেছিল। ডায়নার জঙ্গল থেকে দাঁতাল বেরিয়ে সেই নজরমিনার গুড়িয়ে দেয়। এই নিয়ে একমাসে দুটি নজরমিনার গুড়িয়ে দিল হাতি। |
গাছ থেকে পড়ে জখম হয়েছিল এই হাড়গিলে পাখিটি। কামাখ্যার দদরার গ্রামবাসীরা ও আরণ্যকের পশুপ্রেমীরা পাখিটিকে উদ্ধার করে চিড়িয়াখানায় নিয়ে আসেন। চিকিৎসার পরে সুস্থ হয়ে ওঠে এটি। উৎসাহী পক্ষীপ্রেমী, গুয়াহাটির সরলা বিড়লা জ্ঞানজ্যোতি স্কুলের নবম শ্রেণির ছাত্রী আরশিয়া মহন্তর নামে তার নাম দেওয়া হয় ‘আরশিয়া’। সম্প্রতি গুয়াহাটির বরগাঁওতে পাখিটিকে ফের উড়িয়ে দেওয়া হয়। পাখিটি আকাশে ডানা মেলায় বেজায় খুশি ছাত্রী আরশিয়া। |