দুবরাজপুরে হাটিটি (ল্যাপউইং) পাখির ছবিটি তুলেছেন দয়াল সেনগুপ্ত।
|
শীত পড়তেই ডুয়ার্সের খট্টিমারি জঙ্গল সংলগ্ন গোঁসাইহাটের একটি জলাশয়ে দলে দলে আসতে
শুরু করে
পরিযায়ীরা (বাঁ দিকে)ফাইল চিত্র। গত বর্ষায় জলার এক দিক ভেঙে জল বেরিয়ে যায়।
তার পর
আর জলার সংস্কার
করেনি বন দফতর। পড়ে থাকা শুকনো জলাশয়
আগাছায় ভরে গিয়েছে (উপরে)। ছবি তুলেছেন রাজকুমার মোদক।
|
শুক্রবার ইলাহাবাদে। ছবি: এএফপি।
|
গত ৫ নভেম্বর অরুণাচলের নামদাফা অভয়ারণ্যে দেখা মেলে প্রায় চার ফুট লম্বা
এই ব্রাউন
স্পটেড
পিট ভাইপারের। জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রেকর্ড অনুযায়ী, এর
আগে শেষ বার এই
সাপের দেখা
মিলেছিল ১৮৩৯ সালে, বার্মায়। যদিও সাপটির কোনও ছবি
আগে দেখা যায়নি। এমনকী
লন্ডনের
জুলজিক্যাল
সার্ভের
দফতরেও এর কোনও ছবি।
তবে সর্প বিশেষজ্ঞদের মতে, প্রাপ্ত বিবরণ
অনুযায়ী এটিই দুস্প্রাপ্য
ব্রাউন
স্পটেড পিট ভাইপার। এত কাল পরে যা ধরা পড়ল কৌশিকের ক্যামেরায়।
|
মহানন্দে... জার্মানির এক চিড়িয়াখানায় কোয়ালা। ছবি: এএফপি। |