|
|
|
|
|
|
|
আপনার সাহায্যে... |
|
ফাস্ট ফুড বেশি নয়
ডা. অতনু হালদার
ক্যানসার বিশেষজ্ঞ, জলপাইগুড়ি |
প্র: জলপাইগুড়িতে ইদানীং ক্যানসার রোগী এত কেন?
উ: একটু বয়স্কদের মধ্যেই দেখছি এই রোগের প্রকোপ বেশি। তবে হাল আমলে কমবয়সি ছেলেমেয়েদের মধ্যেও এটা ছড়াচ্ছে।
প্র: কোন ধরনের ক্যানসার পেশেন্ট আসছে?
উ: জরায়ু ও স্তন ক্যানসারই বেশি। তবে ইদানীং কমবয়সি মেয়েদের মধ্যেও স্তন ক্যানসার দেখা দিচ্ছে।
প্র: মেয়েদের জরায়ু ক্যানসার বেশি হওয়ার কারণ কী?
উ: জীবনযাত্রার মান পরিবর্তনই একমাত্র কারণ। আর মাঝবয়সি মহিলাদের স্তন ক্যনসার বেশি হওয়ার কারণ দেখছি বাচ্চাকে বুকের দুধ না খাওয়ানো। তবে বয়সের ভেদাভেদ নেই। ইউটেরাস সংক্রান্ত ক্যানসার সবারই বাড়ছে।
প্র: এ সব কি সারবে না?
উ: জরায়ু ক্যানসার বেশির ভাগ ক্ষেত্রেই সেরে যায়। স্তনের ক্যানসারও তাই।
প্র: কেউ কেউ বলেন জলপাইগুড়ি জেলাতেই স্তনের ক্যানসার মারাত্মক রকম হারে বেড়েছে।
উ: হ্যা। সঠিক কারণ বলতে পারব না।
|
|
প্র: এর পরেও কী স্বাভাবিক যৌনজীবন সম্ভব?
উ: অবশ্যই স্বাভাবিক জীবন যাপন করা যায়। তবে সন্তান ধারণ নাও হতে পারে।
প্র: অনেকেরই তো ক্যানসার সেরে যায়। আবার কারও শুনি সারে না। সেটা হয় কেন?
উ: সেটা হয় আধুনিক চিকিৎসা না করে তারা নানা ধরনের পারিপার্শ্বিক চিকিৎসা করাতে শুরু করেন। ফলে বিপদ ক্রমশ বেড়ে যায়।
প্র: দীর্ঘ দিন অ্যান্টাসিড খেলে নাকি ক্যানসার হয়?
উ: আমার পরামর্শ, প্রয়োজন ছাড়া অ্যান্টাসিড নয়।
প্র: খাদ্যের কারণেও তো এখন কোলন ক্যানসার হচ্ছে। তাই না?
উ: ফাস্ট ফুড জাতীয় ফ্যাট সমৃদ্ধ খাবার অতিরিক্ত খেলে কোলন ক্যানসার হওয়ার সম্ভাবনা অনেক গুণ বাড়ে।
প্র: একাধিক বার গর্ভপাত করালেও তো জরায়ু ক্যানসার হতে পারে?
উ: অবশ্যই হতে পারে। অনেকের হয়েওছে।
প্র: তাহলে বলছেন ‘ক্যানসার নো অ্যানসার’-এর যুগ শেষ হয়ে গেল?
উ: সঠিক চিকিৎসায় ক্যানসারকে অনেকটাই রুখে দেওয়া যায়। প্রয়োজন সচেতনতা, সঠিক পরামর্শ। |
|
|
|
|
|