ফুটব্রিজের দরপত্র ডেকে ফাঁপরে পুরসভা
কৌশিক ঘোষ |
ফুটব্রিজের জন্য দরপত্র ডাকার পরেই টনক নড়ল কলকাতা পুরসভার। প্রিন্স আনোয়ার শাহ রোডের উপরে যে দু’টি জায়গায় ফুটব্রিজ তৈরির কথা সেখানেই উড়ালপুল তৈরির পরিকল্পনা রয়েছে রাজ্য নগরোন্নয়ন দফতরের। ফলে সমস্যায় পড়েছে পুরসভা। ঠিক হয়েছে এ নিয়ে পুরসভা এবং নগরোন্নয়ন দফতরের আধিকারিকরা আলোচনায় বসবেন।
কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ারিং বিভাগের মেয়র পারিষদ অতীন ঘোষ বলেন, “আমরা দরপত্র ডাকার পরেই জানতে পেরেছি নগরোন্নয়ন দফতর প্রিন্স আনোয়ার শাহ রোডে একটি উড়ালপুল তৈরি করবে। যদিও এই প্রকল্পের ব্যাপারে নগরোন্নয়ন দফতর আমাদের এখনও কোনও চিঠি দেয়নি। তাই আলোচনায় বসতে চাই।”
|
|
ফুটব্রিজের প্রস্তাবিত জায়গা। লর্ডসের মোড়। |
কলকাতা পুরসভা সূত্রে খবর, প্রিন্স আনোয়ার শাহ রোডের উপরে একটি শপিংমলের কাছে এবং লর্ডসের মোড়ে মোট দু’টি ফুটব্রিজ তৈরির সিদ্ধান্ত নেয় পুরসভা। দরপত্র ডেকে একটি সংস্থাকে বরাতও দেওয়া হয়। আধুনিক এই ফুটব্রিজে চলমান সিঁড়ির ব্যবস্থাও থাকবে।
পুরসভা সূত্রে খবর, শপিংমলটির কাছে উড়ালপুল হলে সেখানে ফুটব্রিজ তৈরি করা সম্ভব হবে না। অন্য দিকে, উড়ালপুলের অ্যাপ্রোচ রোড লর্ডসের মোড় পর্যন্ত চলে আসতে পারে। ফলে এখানেও ফুটব্রিজ রাখা সম্ভব নয়। কিন্তু দরপত্র বাতিল করার ক্ষেত্রে অসুবিধা রয়েছে। বিকল্প হিসেবে অন্য জায়গায় ফুটব্রিজ তৈরি করা যেতে পারে। কিন্তু এই রাস্তায় নতুন জায়গা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।
|
|
আরও একটি প্রস্তাবিত জায়গা। সাউথ সিটি শপিংমল। |
নিয়ম অনুযায়ী, যে রাস্তায় ফুটব্রিজ তৈরি হবে সেখানে কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশ যৌথ ভাবে সমীক্ষা করে। কলকাতা পুলিশ ছাড়পত্র দিলেই প্রকল্প চূড়ান্ত হয়। আনোয়ার শাহ রোডে শপিংমলের কাছে এবং লর্ডস মোড়ে ফুটব্রিজের দাবি বহু দিনের। এলাকার বাসিন্দারা জানান, এই রাস্তায় খুব যানজট হয়। তাই ফুটব্রিজের দরকার। তার পরেই, পুরকর্তৃপক্ষ রাইটসকে দিয়ে সমীক্ষা চালায়। এই সমীক্ষা অনুযায়ী, দক্ষিণ কলকাতার সাতটি জায়গায় ফুটব্রিজ তৈরির সিদ্ধান্ত নেয় পুরসভা।
পুর এবং নগরোয়ন্নয়ন দফতরের এক আধিকারিক জানান, আনোয়ার শাহ রোডে উড়ালপুল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু কবে কাজ শুরু হবে তা স্থির হয়নি। অতীনবাবু জানান, পরিস্থিতি বিবেচনা করে ফুটব্রিজ অন্যত্র স্থানান্তরিত করা হবে।
|
ছবি: শুভাশিস ভট্টাচার্য। |
|