|
|
|
|
বৃদ্ধার ঘরে ঢুকে হামলা, লুঠ
নিজস্ব সংবাদদাতা |
দোতলার ঘরে ঘুমিয়েছিলেন এক বৃদ্ধা। হঠাৎ আওয়াজে চোখ খুলে দেখেন ঘরে অপরিচিত তিন যুবক। চিৎকার করতেই তাঁরা বৃদ্ধাকে ঘিরে ধরে জোর করে খুলে নেয় হার, দু’হাতের বালা। চিৎকারে প্রতিবেশীরা এলে পালায় দুষ্কৃতীরা। শুক্রবার ভোরে, পাটুলি থানার গাঙ্গুলিবাগান অশোক রো-এর ঘটনা। দেশপ্রিয় পার্কের পরে গাঙ্গুলিবাগানে বাড়িতে ঢুকে বৃ্দ্ধার উপর হামলার ঘটনায় আতঙ্কিত স্থানীয়েরা।
পুলিশ জানায়, অশোক রো-এ একটি তিনতলা বাড়ির দোতলায় থাকেন ভবানী কর (৭৫)। একতলা ভাড়া দেওয়া হলেও তিনতলায় পরিবার নিয়ে থাকেন তাঁর ছেলে অভিজিৎবাবু।
পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীরা প্রথমে দোতলার কাঠের দরজা ও পরে লোহার কোল্যাপসিব্ল গেটের তালা ভেঙে ভিতরে ঢোকে। ভবানীদেবী বলেন, “ছেলে ঘরে এসেছে ভেবে নাম ধরে ডাকতেই তিন যুবককে দেখতে পাই। বুঝে যাই ওরা চুরি করতে এসেছে। ছেলেকে ডাকতে তিনতলার কলিংবেল বাজাতে চেষ্টা করি। ওরা বাধা দেয় এবং হাত ধরে টান মারে।” তিনি আরও বলেন, “এর পরেই ওই তিন জন আমার হার এবং বালা দু’টি খুলে নেয়।” পুলিশ জানায়, তখন বৃদ্ধা চোর চোর বলে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকারে এক প্রতিবেশী বুঝতে পারেন এবং তিনিও চোর চোর করে চিৎকার শুরু করলে দুষ্কৃতীরা পালায়। পুলিশের অনুমান, দুষ্কৃতীরা ওই বাড়িতে রাত সাড়ে বারোটার পরে কোনও সময়ে ঢোকে। তারা একটি মোবাইল, মূর্তি, বাসন-সহ আরও বিভিন্ন জিনিস চুরি করেছে। অভিজিৎবাবু এ দিন বলেন, “মা বাধা দিলেই দেশপ্রিয় পার্কের মতো ঘটনা ঘটতে পারত। কিছু যে হয়নি সেটাই সৌভাগ্য।”
এ দিকে, বৌবাজার থানা এলাকার মদন বড়াল লেনের অপর এক বৃদ্ধার বাড়িতে সোমবার, ১৮ তারিখ হওয়া একটি চুরির কিনারা হয়েছে। পুলিশ জানায়, মঞ্জু সাউ নামে ওই বৃদ্ধা অসুস্থ থাকায় ওই দিন তাঁর ছেলে এক অপরিচিত ফিজিওথেরাপিস্টকে ডেকে আনেন। অভ্যেসবশত ম্যাসাজ চলাকালীন বৃদ্ধা তাঁর বালা ও আংটি খুলে বালিশের তলায় রেখেছিলেন। ম্যাসাজ চলাকালীন ঘুমিয়ে পড়েন তিনি। ঘুম ভেঙে দেখেন গয়না নেই। বৃহস্পতিবার বৌবাজার থানায় অভিযোগ করেন তিনি। শুক্রবার সকালে হাবরার অশোকনগর থেকে অমিত পাল নামে ওই ফিজিওথেরাপিস্টকে গ্রেফতার করা হয়। উদ্ধার হয়েছে বালা ও আংটি। |
|
|
|
|
|