জেলায় আসছেন প্রণব
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
ডিসেম্বরে জেলায় আসছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ৬ ডিসেম্বর থাকবেন সিউড়ির একটি অনুষ্ঠানে। পরের দিনই যোগ দেবেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে।
সিউড়িতে ওই দিন তিনি স্থানীয় সাপ্তাহিক পত্রিকা ‘নয়া প্রজন্ম’ ও একটি বিনোদন কেন্দ্রের অনুষ্ঠানে যোগ দেবেন। ওই দিন বিকেলে অনুষ্ঠানটি হবে সিউড়ির ইন্ডোর স্টেডিয়ামে। ওই উপলক্ষে শুক্রবারই রাষ্ট্রপতি ভবনের একটি প্রতিনিধি দল সিউড়িতে এসে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে গিয়েছেন। অনুষ্ঠান মঞ্চও পরিদর্শন করেছেন। উদ্যোক্তাদের পক্ষে কাঞ্চন সরকার জানিয়েছেন, রাষ্ট্রপতির পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তাঁর কলেজের সহপাঠী তথা প্রেসিডেন্সি কলেজের প্রাক্তন অধ্যাপক অমল মুখোপাধ্যায় এবং লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে প্রণববাবু পাঞ্চজন্য প্রকল্পের উদ্বোধন করবেন। কাঞ্চনবাবু বলেন, “প্রণববাবুকে ওই দিন আমরা নানা বিষয়ে আবেদন জানাব বলে ঠিক করেছি। একটি কালচারাল কমপ্লেক্স নির্মাণে কেন্দ্রীয় সহায়তা চাওয়া ছাড়াও প্রণববাবুর কলেজ সিউড়ি বিদ্যাসাগরকে বিশ্ববিদ্যালয় স্তরে উন্নিত করা, সিউড়ির বিই কলেজকে আইআইটি স্তরে উন্নীত করা, জেলায় রেল যোগাযোগ ও জাতীয় সড়কের উন্নয়নে সওয়াল করার আবেদন জানানো হবে।” ওই দিন সিউড়ি এলাকার কৃতী মানুষদেরও উদ্যোক্তারা হাজির করানোর চেষ্টা করছেন।
অন্য দিকে, আগামী ৭ ডিসেম্বর সকাল ৯টায় শান্তিনিকেতনের আম্রকুঞ্জে হবে ওই সমাবর্তন উৎসব। সেই উৎসবে যোগ দিতে আসছেন রাষ্ট্রপতি তথা বিশ্বভারতীর পরিদর্শক প্রণব মুখোপাধ্যায়। বিশ্বভারতীর মিডিয়া ইন্টারফেস কমিটির চেয়ারপর্সন, অধ্যাপিকা সবুজকলি সেন বলেন, “সমাবর্তন উৎসবে যোগ দিতে আগামী ৬ ডিসেম্বর রাষ্ট্রপতি তথা বিশ্বভারতীর পরিদর্শক প্রণব মুখোপাধ্যায় শান্তিনিকেতন আসছেন।” সে জন্য শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রপতির সচিব প্রদীপ গুপ্ত এবং দফতরের আধিকারিকেরা একপ্রস্থ বৈঠক করেন জেলা পুলিশ-প্রশাসন, বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে। |