গ্রামেই চাই রেশন, অবরোধ সাঁইথিয়া-লাভপুর সড়ক
নিজস্ব সংবাদদাতা • সাঁইথিয়া |
দুর্নীতির অভিযোগে স্থানীয় রেশন ডিলারকে সরিয়ে দিয়ে গ্রাহকদের অন্য গ্রামের রেশন ডিলারের থেকে মাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা খাদ্য নিয়ামক দফতর। ফলে চারটি গ্রামের মানুষকে এখন ৪ কিলোমিটার দূরের একটি গ্রাম থেকে রেশনের সামগ্রী আনতে যেতে হবে। শুক্রবার সকালে দফতরের এই সিদ্ধান্তের প্রতিবাদে দীর্ঘ ক্ষণ সাঁইথিয়া-লাভপুর রাস্তা অবরোধ করলেন স্থানীয় ইন্দিরা গ্রামের বাসিন্দাদের একাংশ। তাঁদের দাবি, নিজেদের গ্রামেই তাঁদের রেশন দেওয়ার ব্যবস্থা করতে হবে। পরে অবশ্য পুলিশের মধ্যস্থতায় অবরোধ ওঠে। এ দিনই পুলিশ অভিযুক্ত রেশন ডিলার গৌরহরি মণ্ডলকে আটক করেছে।
স্থানীয় সূত্রে খবর, ইন্দিরা, কাতুড়ি, ল’হাট ও চক মহেশপুর, এই চারটি গ্রামের মানুষ অভিযুক্ত রেশন ডিলার গৌরহরি মণ্ডলের কাছ থেকে রেশন পেতেন। কিন্তু তাঁর বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে রেশনের সামগ্রী ঠিক পরিমাণ মতো না দেওয়ার অভিযোগ উঠছিল। মাঝে মধ্যেই তা নিয়ে গ্রাহকদের সঙ্গে ওই ডিলারের বচসাও হত। গ্রামবাসীর দাবি, মাসখানেক আগে এ ব্যাপারে সাঁইথিয়ার বিডিও-র কাছে একটি লিখিত অভিযোগ জানানো হয়। গ্রামের লোক জন গত ৪ নভেম্বর অভিযুক্ত ডিলারের রেশনের মাল বোঝাই গাড়ি আটকে স্থানীয় একচি সমবায়ের গুদামে অফিসে রেখে দেন। তার পর থেকেই ওই এলাকায় রেশন পরিষেবা বন্ধ আছে। সাঁইথিয়ার বিডিও জাহিদ সাহুদ বলেন, “ইন্দিরা গ্রামের রেশন ডিলারের বিরুদ্ধে ওঠা কিছু অভিযোগের সত্যতা মিলেছে। অভিযুক্ত ডিলার গৌরহরি মণ্ডলকে ইতিমধ্যেই সাসপেন্ডও করা হয়েছে।” এ দিকে, সাঁইথিয়ার ফুড সাপ্লাই ইনস্পেক্টর ইমানুল হক জানিয়েছেন, এই পরিস্থিতিতে ওই এলাকার মানুষ যাতে ঠিক মতো রেশন পান, তার জন্য আপাতত পাশের দেওয়াস গ্রামের রেশন ডিলারকে দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযুক্ত ডিলারের অবশ্য দাবি, “গ্রামের লোকেরাই আমাকে হুমকি দিয়ে অনেক কিছু লিখিয়ে নিয়েছেন। আমাকে ৫ লক্ষ টাকা জরিমানা দেওয়ার দাবি জানিয়ে হুমকিও দেওয়া হচ্ছে। আমার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই ভিত্তিহীন।”
এ দিকে, ইন্দিরা গ্রামের নীলকান্ত কবিরাজ জানান, বৃহস্পতিবার ৪ কিলোমিটার দূরের দেওয়াস গ্রামের রেশন ডিলার গ্রামে গ্রামে ঢোল পিটিয়ে সেখান থেকে তাঁদের রেশন নেওয়ার খবরটি জানিয়েছেন। তা জানতে পেরেই এলাকায় ক্ষোভ ছড়ায়। নীলকান্ত বলেন, “আমাদের মতো খেটে খাওয়া মানুষদের পক্ষে একটা গোটা দিনের কাজ কামাই করে অত দূর থেকে রেশন আনতে যাওয়া সম্ভব নয়। অবিলম্বে এই গ্রাম থেকেই রেশন দেওয়ার ব্যবস্থা করতে হবে। তারই দাবিতে গ্রামের মানুষ রাস্তা অবরোধ করেছেন।” গ্রামবাসীর দাবির যৌক্তিকতা মেনে নিয়েছেন বিডিও নিজেই। তিনি বলেন, “ওই এলাকার লোক জন যাতে ইন্দিরা গ্রাম থেকেই রেশন পান, ফুড সাপ্লাই ইন্সপেক্টরকে আমি তার ব্যবস্থা করতে অনুরোধ করেছি।” তবে ফুড সাপ্লাই ইন্সপেক্টর জানিয়েছেন, ফের গ্রাম থেকেই রেশন পেতে গেলে ওখানকার গ্রাহকদের জেলা খাদ্য নিয়ামকের কাছে আবেদন করতে হবে। অবিলম্বে সেই আবেদন করা হবে বলে আশ্বাস দিয়েছেন সাঁইথিয়ায় তৃণমূল ব্লক সভাপতি সাবের আলি খান। |