খোয়াই পরিদর্শনে সচিব
নিজস্ব সংবাদদাতা • শান্তিনিকেতন |
‘খোয়াই’ এবং শান্তিনিকেতনের প্রাকৃতিক পরিবেশ নষ্ট করে বাণিজ্যিক কাজে নির্মীয়মাণ সুউচ্চ প্রাসাদ, অট্টালিকা তোলার অভিযোগ সরেজমিনে খতিয়ে দেখলেন রাজ্যের নগরোন্নয়ন দফতরের প্রধান সচিব দেবাশিস সেন।
শুক্রবার বীরভূমের জেলাশাসক জগদীশপ্রসাদ মিনা, শ্রীনিকেতন-শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের (এসএসডিএ) নির্বাহী আধিকারিক মৃদুল হালদারকে নিয়ে খোয়াই-সহ আশপাশের এলাকা ঘুরে দেখেন এবং শান্তিনিকেতনের বিশিষ্টজনদের সঙ্গে এ ব্যাপারে কথাও বলেন তিনি। প্রসঙ্গত, একটি মামলার প্রেক্ষিতে গত অগস্ট মাসের তৃতীয় সপ্তাহে শান্তিনিকেতন এলাকায় বেআইনি নির্মাণ ভেঙে দেওয়ার নির্দেশ আসে কলকাতা হাইকোর্ট থেকে। জেলাশাসক বলেন, “নগরোন্নয়ন দফতরের প্রধান সচিব এসেছেন। এলাকার নানাবিধ উন্নয়ন নিয়ে এসএসডিএ এবং বিশিষ্ট জনদের সঙ্গে দেখা করে সবিস্তারে কথা বলেছেন।”
|
জাতীয় সড়ক সংস্কারের দাবি
নিজস্ব সংবাদদাতা • মহম্মদবাজার |
রাস্তা সংস্কারের দাবিতে ফের ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করলেন বাসিন্দারা। শুক্রবার সকাল ১১টায় মহম্মদবাজারের শেওড়াকুড়িতে ওই অবরোধ হয়। অবরোধের কারণে পরপর গাড়ি দাঁড়িয়ে যাওয়ায় বহু মানুষকে অসুবিধায় পড়তে হয়। পুলিশের মধ্যস্থতায় প্রায় ৪০ মিনিট পরে ওই অবরোধ ওঠে। বাসিন্দাদের অভিযোগ, খানাখন্দে ভর্তি রাস্তায় ধুলো দূষণের কারণে যাতায়াত করা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। এমনকী, দূষণের কারণে এলাকায় বসবাস করতেও সমস্যায় পড়ছেন স্থানীয় বাসিন্দারা। সংশ্লিষ্ট মহম্মদবাজারের বিডিও সুমন বিশ্বাস বলেন, “বিষয়টি সংশ্লিষ্ট দফতরে জানানো হবে।” বৃহস্পতিবার সকালে ওই জাতীয় সড়ক সংস্কারের দাবিতে মহম্মদবাজারের সোঁতশাল মোড়ে অবরোধ করেছিলেন স্থানীয় ব্যবসায়ী ও লোকজন। |