ওবামার প্রশাসনে উচ্চ পদে বাঙালিনি
সংবাদ সংস্থা • ওয়াশিংটন |
মার্কিন প্রশাসনে অন্যতম শীর্ষপদে জায়গা করে নিলেন এক বাঙালিনি। নাম গার্গী ঘোষ। বর্তমানে তিনি ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’-এর অর্থলগ্নি বিষয়ক দফতরে ডিরেক্টর পদে কর্তব্যরত। প্রেসিডেন্টের বিশ্ব উন্নয়ন পরিষদের সদস্য পদে মনোনীত করা হয়েছে গার্গীকে। বৃহস্পতিবার ওবামা-স্বয়ং তাঁর নাম ঘোষণা করেন। তিনি বলেন, “এত অভিজ্ঞ মানুষদের প্রশাসনে পেয়ে খুবই খুশি।” ইতিমধ্যেই বহু ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিককে প্রশাসনের উচ্চপদে বেছে নিয়েছেন ওবামা। কূটনীতিক বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী, এ ক্ষেত্রে বাকি মার্কিন প্রেসিডেন্টদের তুলনায় তিনিই সব চেয়ে এগিয়ে।
|
নেপালে টক্কর সমানে-সমানে
সংবাদ সংস্থা • কাঠমান্ডু |
নেপালের গণপরিষদ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই চলছে সিপিএন-ইউএমএল এবং নেপালি কংগ্রেসের মধ্যে। এখনও পর্যন্ত ১৭০টি আসনের ফল প্রকাশিত হয়েছে। সিপিএন-ইউএমএল জোটের ঝুলিতে এসেছে ৭২টি আসন। সমসংখ্যক আসন পেয়েছে নেপালি কংগ্রেস। গণনার প্রথম দিকের ইঙ্গিত মেনেই বিপর্যয় হয়েছে মাওবাদীদের। মাত্র ১৫টি আসন পেয়েছে তারা। ইতিমধ্যেই যে সব জয়ী প্রার্থীর নাম ঘোষিত হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন সিপিএন-ইউএমএল জোটের চেয়ারম্যান খানাল ও প্রাক্তন প্রধানমন্ত্রী মাধবকুমার নেপাল। নেপালের নয়া সংবিধান রচনার দায়িত্ব থাকবে ওই গণপরিষদের উপরে। নির্বাচিত সদস্য ছাড়াও তাতে থাকবেন সরকার মনোনীত সদস্যরা।
পুরনো খবর: গণপরিষদ ভোটে এগিয়ে নেপালি কংগ্রেস |
চিনে মৃত ৩৫
সংবাদ সংস্থা • বেজিং |
পেট্রোলিয়ামের পাইপে আগুন লেগে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে চিনের উপকূলবর্তী শহর কিংদাওয়ে। যার জেরে প্রাণ হারিয়েছেন অন্তত ৩৫ জন, আহত ১৩০ জনেরও বেশি। শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ হুয়াংদাও জেলার ওই এলাকায় ১৭৬ কিলোমিটার লম্বা পাইপলাইনে সারাইয়ের কাজ চলছিল। তখনই দুর্ঘটনা ঘটে। কী থেকে আগুন লাগল, তা জানার চেষ্টা চলছে।
|
কেনেডি-স্মরণ
সংবাদ সংস্থা • ডালাস |
জন এফ কেনেডির মৃত্যুর পঞ্চাশ বছর পূর্তির দিনেই কেনেডি পরিবারে এল নতুন অতিথি। প্রাক্তন প্রেসিডেন্টের ভাইপোর ছেলে প্যাট্রিক কেনেডির স্ত্রী অ্যামি কন্যা সন্তানের জন্ম দেন মঙ্গলবার। মেয়ের নাম রেখেছেন নোরা কারা। শুক্রবারই মেয়েকে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা।
|
আটক জাহাজ
সংবাদ সংস্থা • সিঙ্গাপুর |
ব্রাজিল থেকে লোহার আকরিক নিয়ে চিন যাওয়ার পথে সিঙ্গাপুরেই আটক হল ভারতীয় পণ্যবাহী জাহাজ কিশোর। সংবাদমাধ্যম সূত্রের খবর, জাহাজটি ভারতের এসার শিপিং সংস্থার। এক বাঙ্কার জ্বালানি সরবরাহকারীর সঙ্গে গণ্ডগোলের সূত্রেই আটক করা হয়েছে কিশোরকে। |