মাত্র বছর দুই আগে তৈরি হয়েছিল বহুতল সুপার মার্কেটটি। বৃহস্পতিবার লাটভিয়ার রাজধানী রিগায় সন্ধ্যা ছ’টা নাগাদ ভেঙে পড়ল সেই বাজার ‘ম্যাক্সিমা’র ছাদ। মারা গিয়েছেন ৪৩ জন। তাঁদের মধ্যে ৩ জন উদ্ধারকারী দলের সদস্য। এখনও পর্যন্ত ২৮ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখম হয়েছেন ১০ জন উদ্ধারকারীও।
তৈরির মাত্র দু’বছরের মধ্যেই কেন সুপার মার্কেটটি ভেঙে পড়ল, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। নিশ্চিত ভাবে কিছু বলা না গেলেও, মনে করা হচ্ছে, দুর্বল কাঠামো এবং খারাপ জিনিস দিয়ে বহুতলটি বানানোর জন্যই এই দুর্ঘটনা। শুক্রবার ঘটনাস্থলে যান লাটভিয়ার প্রধানমন্ত্রী ভালদিস দোমব্রোভসকিস। তিনি তদন্তের নির্দেশ দিয়েছেন। শনিবার থেকে তিন দিন জাতীয় শোক ঘোষণা করেছে লাটভিয়া সরকার। |
সেই সুপার মাকের্টের ভগ্নস্তূপ। শুক্রবার এএফপি তোলা ছবি। |
বাজারটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় উদ্ধারকারী দল। প্রায় ২০০ জন উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। তাঁদের সাহায্য করছে সেনাবাহিনী। ভর সন্ধেবেলায় মার্কেটটি ভেঙে পড়ে। তখন সেখানে প্রচুর ভিড় ছিল। ফলে বহু লোক এখনও ধ্বংসস্তূপের তলায় আটকে। আশঙ্কা মৃতের সংখ্যা বাড়তে পারে।
বাজারের সামনে ভিড় করেছেন স্বজনেরা। উদ্ধারকারী দল তাঁদের বলছে, ধ্বংসস্তূপের তলায় আটকে থাকা আত্মীয়দের মোবাইলে ফোন করতে। তা হলে তাঁদের খুঁজে পেতে সুবিধা হবে। উদ্ধারকারী দলের প্রধান বলেন, “একটুও না থেমে আমরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছি। কিন্তু সুপার মার্কেটটির ভিতরের অবস্থা ভয়ঙ্কর।” তবে দুর্ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন সুপার মার্কেটটির কর্তৃপক্ষ।
উদ্ধারকাজ চালাতে গিয়ে মারা গিয়েছেন উদ্ধারকারী দলের তিন সদস্যও। তাঁদের একজনের মেয়ে ক্যাটরিনা এ দিন টুইট করেছেন, ‘বাবার জন্য আমি গর্বিত। তিনি অন্যদের বাঁচাতে গিয়ে প্রাণ দিয়েছেন।’ |