স্ট্যাম্প মিলছে না আদালতে
নিজস্ব সংবাদদাতা • কালনা |
জুডিসিয়াল স্ট্যাম্প মিলছে না কালনা মহকুমা আদালত চত্বরে। আইনজীবীদের দাবি, সপ্তাহ খানেক ধরে আদালত চত্বরে মিলছে না ১০, ২০ ও ৫০ টাকার স্ট্যাম্প। ফলে অনেকে এফিডেভিড-সহ নানা কাজে বাধ্য হয়ে প্রয়োজন না থাকলেও ১০০ টাকার স্ট্যাম্প কিনতে বাধ্য হচ্ছেন। আদালতের আইনজীবী পার্থ কর বলেন, “স্ট্যাম্প ভেন্ডারদের থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে ওই তিন ধরণের স্ট্যাম্পের জোগান নেই। ফলে মক্কেলরা বেশি দামের স্ট্যাম্প কিনতে বাধ্য হচ্ছেন। মহকুমা প্রশাসন সূত্রে খবর, সমস্যা মেটানোর চেষ্টা চলছে।
|
বার্ষিক ক্রীড়া
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
৩৩ তম বর্ধমান সদর শহর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল বর্ধমানের কল্পতরু মাঠে। শুক্রবার ওই প্রতিযোগিতায় সর্বাধিক ৪৪ পয়েন্ট পেয়ে প্রথম হয়েছে রাজ কলেজিয়েট স্কুল, দ্বিতীয় হয়েছে ২৫ পয়েন্ট পাওয়া তেজগঞ্জ প্রাথমিক বিদ্যালয় এবং তৃতীয় হয়েছে শাঁখারীপুকুর গভর্নমেন্ট হাউসিং প্রাথমিক বিদ্যালয়। তারা পেয়েছে ১৭ পয়েন্ট। এই প্রতিযোগিতায় ২৮টি ইভেন্টে ৫০টি স্কুলের প্রায় ৪০০ প্রতিযোগী যোগ দেয়। আগামী ৬-৭ তারিখ নাগাদ মহকুমা স্তরের প্রতিযোগিতাটি হবে কুরমুনে। |