জেলা পরিষদের ন’জন কর্মাধ্যক্ষের নাম মনোনীত হল শুক্রবার। জেলা পরিষদে একটি অনুষ্ঠান করে এই ন’জনের নাম জানানো হয়। তবে তৃণমূলের বর্ধমান জেলা গ্রামীণের সভাপতি স্বপন দেবনাথ জানিয়েছেন, আপাতত ন’জন মনোনীত হলেও পরে কয়েকটি বড় স্থায়ী সমিতিকে ভেঙে দু’জন করে কর্মাধ্যক্ষ করা হবে। রাজ্য পঞ্চায়েত দফতরে এ নিয়ে আবেদনও জানানো হয়েছে। এ দিন বর্ধমান পুরসভার বৈঠকে পুরসভার উপ-পুরপ্রধান ও পাঁচ পুরপিতা পারিষদ সদস্যকেও মনোনীত করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে মনোনীত সদস্যদের নাম জানাতে চাননি স্বপনবাবু। তিনি বলেন, “ওই ছ’টি পদে কারা মনোনীত হয়েছেন, তা শনিবার ঘোষনা করা হবে।”
জেলা পরিষদের পূর্ত ও পরিবহণ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ হয়েছেন বারাবনি থেকে নির্বাচিত উত্তম চক্রবর্তী। শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ হয়েছেন মন্তেশ্বর থেকে নির্বাচিত নারায়ণ হাজরা চৌধুরী। শিশু ও নারী কল্যাণ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ মনোনীত হয়েছেন, মঙ্গলকোট থেকে নির্বাচিত পিঙ্কি সাহা। মৎস্য ও প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ হয়েছেন খণ্ডঘোষ থেকে নির্বাচিত অলোক মাজি। কৃষি সেচ ও সমবায়ে এসেছেন পাণ্ডবেশ্বর থেকে নির্বাচিত নরেন্দ্রনাথ চক্রবর্তী। বন ও ভূমি সম্পদ স্থায়ী সমিতিতে কর্মাধ্যক্ষ হন জামালপুর থেকে নির্বাচিত মিঠু মাজি, মন্তেশ্বর থেকে নির্বাচিত মহম্মদ ইসমাইল হয়েছেন খাদ্য ও সরবরাহ স্থায়ী সমিতি কর্মাধ্যক্ষ। অন্ডাল থেকে নির্বাচিত রূপেশকুমার যাদব ক্ষুদ্র শিল্প, বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ হয়েছেন। বর্ধমান ২ থেকে নির্বাচিত গোলাম জার্জিস জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ মনোনীত হয়েছেন।
জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু বলেন, “রাজ্যের সমস্ত জেলা পরিষদের মধ্যে বর্ধমানেই অশান্তি ছাড়া কর্মাধ্যক্ষ মনোনীত করতে পেরেছি।” |