দলীয় কর্মীকে মারে অভিযুক্ত তৃণমূল নেতা
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
তৃণমূলের এক সমর্থককে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের এক শ্রমিক নেতার বিরুদ্ধে। শুক্রবার ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার কুনস্তরিয়া কোলিয়ারি এলাকায়। কুনস্তরিয়া এলাকার বাসিন্দা তৃণমূল সমর্থক শেখ সোহারাব আলির অভিযোগ, তাঁরা বৃহস্পতিবার দলের একটি মিছিলের জন্য প্রচারের কাজ করছিলেন। হঠাৎ তৃণমূলের শ্রমিক সংগঠন কেকেএসসির নেতা শেখ উকেশ প্রচার কাজে যুক্ত দলীয় কর্মীদের প্রচার করতে বারণ করেন। তাঁরা প্রতিবাদ করলে তখনকার মতো শেখ উকেশ চুপ করে যান। অভিযোগ, শুক্রবার সকাল ন’টা নাগাদ কোলিয়ারি চত্বরে শেখ উকেশ সোহারাব আলির কানের সামনে রিভলভার ঠেকিয়ে ভয় দেখান। মারধরও করেন। তৃণমূল কর্মীরা তাঁকে উদ্ধার করে নিয়ে আসেন। সোহরাব আলি কেন্দা ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন। কেকেএসসি নেতা শেখ উকেশ অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “সোহরাব কোলিয়ারিতে অন্য দলের শ্রমিক সংগঠন এইচএমএসের নেতা। আবার বাইরে ব্যক্তিগত স্বার্থে তৃণমূলের মুখোশ পরে নাটক করছে। তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করার লক্ষ্যেই আমার নামে মিথ্যা অপপ্রচার করছে।” শেখ উকেশও কেন্দা ফাঁড়িতে একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।
|
সারানোর পরে ফের ফুটো পাইপ
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
দিনভর জল সরবরাহ ব্যাহত হল শুক্রবারও। বৃহস্পতিবার রাস্তা সংস্কারের কাজের সময় মাটি খোঁড়ার সময় যন্ত্রের ঘায়ে দুর্গাপুরে ডিসিএল মোড়ের কাছে জলের পাইপ ফেটে যায়। রাতভর কাজ করার পর সকালে পাইপ লাইন চালু করা হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওই পাইপ ফের ফুটো হয়ে যায়। নতুন করে মেরামতির কাজ শুরু হয়। তা শেষ হয় বিকেলে। তবে সব ট্যাঙ্ক ভর্তি হতে প্রায় ঘণ্টা পাঁচেক সময় লাগার কথা বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। মেয়র পারিষদ (জল সরবরাহ) প্রমোদ সরকার এ দিন বলেন, “রাত ৯টা নাগাদ জল সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করছি।”
পুরনো খবর: পাইপ ফেটে বিঘ্ন জল সরবরাহে |
সিপিএম অফিসে আগুন রানিগঞ্জে
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
সিপিএমের দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার ঘটনাটি ঘটেছে রানিগঞ্জের ২০ নম্বর ওয়াডের্র অশোকপল্লীতে। সিপিএমের স্থানীয় নেতৃত্বের অভিযোগ, এ দিন রাত সাড়ে ৯টা নাগাদ দলীয় কার্যালয় বন্ধ করে বাড়ি ফিরছিলেন তাঁরা। হঠাও এলাকাবাসীর চিৎকারে তাঁরা জানতে পারেন, কার্যালয়ে আগুন লেগে গিয়েছে। স্থানীয়দের সাহায্যে আগুন আয়ত্তে আসে। সিপিএমের দাবি, এর আগে তৃণমূল কর্মীরা দু’বার ওই একই কার্যালয় ভেঙে দিয়েছিল। তৃণমূলের ব্লক সভাপতি তথা রানিগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি সেনাপতি মণ্ডল জানান, সিপিএম পায়ের তলার মাটি হারিয়ে জনগণের সহানুভূতি আদায় করতে তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার করছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত হবে।
|
খনির জলে তলিয়ে গেল বালিকা
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
খোলা মুখ খনির জলে তলিয়ে গেল এক বালিকা। শুক্রবার ঘটনাটি ঘটেছে রানিগঞ্জের মহাবীর কোলিয়ারি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর ছয়েকের মেয়েটির নাম ববি রায়। সে সিহারশোল এলাকার বাসিন্দা। তার বাবা গণেশ রায় জানান, ওই খনির পাশেই ববি ও তার বোন খেলছিল। কোনও ভাবে হড়কে পড়ে যায় ববি। ছোট বোনের কান্নাকাটি শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। পুলিশ জানিয়েছে, এ দিন তাকে উদ্ধারের চেষ্টা করা হয়েছিল। তবে গভীর জলের জন্য উদ্ধার করা যায়নি। শনিবার কলকাতা থেকে উদ্ধারকারী দল এসে ফের উদ্ধারের চেষ্টা করবে।
|
কর্মসংস্থানের দাবি
নিজস্ব সংবাদদাতা• দুর্গাপুর |
১৩ দফা দাবির ভিত্তিতে বামপন্থী গণ সংগঠনগুলির যৌথ সম্মেলনের আয়োজন করা হয়েছিল কাঁকসার পানাগড়ে। শুক্রবার এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপম সেন। উদ্যোক্তারা জানিয়েছেন, জিনিসপত্রের দাম কমানো, নারী নিগ্রহ রোধ, শিল্প কারখানা স্থাপন, বেকারদের কর্মসংস্থান-সহ নানা দাবিতে এই সম্মেলন আয়োজন করা হয়।
|
ক্রীড়া প্রতিযোগিতা
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
রানিগঞ্জ টিডিবি কলেজের দু’দিনের ক্রীড়া প্রতিযোগিতা শেষ হল শুক্রবার। ১৬টি ইভেন্টে যোগ দিয়েছিলেন ২১০ জন পড়ুয়া। শিক্ষক, অশিক্ষক কর্মীদের পৃথক ৪টি ইভেন্টে প্রতিযোগিতা হয়। |