রাস্তা সংস্কারের সময়ে মাটি খুঁড়তে গিয়ে জলের পাইপ ফেটে যাওয়ায় জল সরবরাহ বিঘ্নিত হয়েছে দুর্গাপুর পুর এলাকার একাংশে। বৃহস্পতিবার বিকেলে জল সরবরাহ হয়নি, শুক্রবার সকালেও জল সরবরাহ শ্লথ হতে পারে বলে জানিয়েছেন পুরসভার মেয়র পারিষদ (জল সরবরাহ) প্রমোদ সরকার। তবে অত্যন্ত দ্রুত মেরামতির কাজ চলছে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, দামোদর ভ্যালি কর্পোরেশনের (ডিভিসি) কাছ থেকে নদের জল কিনে তা পরিশোধন করে সরবরাহ করা হয়। ডিএসপি ও ডিপিএল বাদে শহরের বাকি জায়গায় জল সরবরাহের দায়িত্বে রয়েছে পুরসভা। এমনকী ডিএসপি এলাকার মধ্যে যে সমস্ত বস্তি রয়েছে সেখানেও পুরসভা জল পাঠায়। বর্তমানে পুরসভা দৈনিক ডিভিসি থেকে গড়ে ১১ মিলিয়ন গ্যালন হারে জল নেয়। দামোদর থেকে অপরিশোধিত জল পাইপ লাইন দিয়ে নিয়ে যাওয়া হয় রাতুরিয়া-অঙ্গদপুর এবং সিটি সেন্টারের পিয়ালার দুটি পরিশোধন কেন্দ্রে। সেখানে পরিশোধনের পরে পাইপ লাইনের সেই জলে পৌঁছে যায় শহরের ঘরে ঘরে।
|
বৃহস্পতিবার ডিসিএল গেট সংলগ্ন এলাকায় দামোদর থেকে পিয়ালা পরিশোধন কেন্দ্রমুখী পাইপটিই ফেটে যায়। মেয়র পারিষদ প্রমোদবাবু জানিয়েছেন, হ্যানিম্যান সরণি সংস্কার ও সম্প্রসারণের কাজ চলছে। কাজ চলাকালীন অসাবধানে যন্ত্র দিয়ে মাটি খোঁড়ার সময় তিন ফুট ব্যাসের ওই পাইপটি ফেটে গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুর সাড়ে ১২টা নাগাদ ঘটনাটি ঘটে। পাইপ ফাটার পরেই ফোয়ারার মতো জল বেরোতে শুরু করে। নির্মীয়মান রাস্তার এক পাশ দিয়ে জল বইতে থাকে। জলের তোড়ে রাস্তার একটি অংশও ভেসে যায়। কিছুক্ষণের জন্য যান চলাচল একেবারেই বন্ধ হয়ে যায়। জলের মধ্যে আটকে যায় একটি মিনিবাস। খবর পেয়ে পুরসভা ও আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দায়িত্বপ্রাপ্ত বাস্তুকারেরা ঘটনাস্থলে পৌঁছন। জলের উৎসমুখ আটকে দিয়ে পরিস্থিতি সামলানোর ব্যবস্থা করেন তাঁরা। পরে রাস্তার একপাশ ধরে যানবাহন চলাচলও শুরু হয়।
এ দিকে হঠাৎ পাইপ ফেটে যাওয়ায় বৃহস্পতিবার বিকেলে জল সরবরাহ করতে পারেনি পুরসভা। ফলে শহরের অভিজাত এলাকা সিটি সেন্টারে জল মেলেনি। প্রমোদবাবুর দাবি, পুরসভার পক্ষ থেকে মাইক বাজিয়ে বিষয়টি শহরবাসীকে জানানো হয়েছে। সেই সঙ্গে যতটা সম্ভব কম জল ব্যবহার করার আর্জিও জানানো হয়েছে। তিনি বলেন, “পাইপ মেরামতি সম্পন্ন হতে ১০-১২ ঘন্টা লেগে যেতে পারে। সেক্ষেত্রে শুক্রবার সকালেও জল সরবরাহ করতে দেরি হতে পারে।” |