টুকরো খবর
রেললাইন পরিদর্শন
সাঁইথিয়া থেকে অন্ডাল রেললাইন পরিদর্শন করলেন পূর্বরেলের জেনারেল ম্যানেজার জিসি অগ্রবাল। বৃহস্পতিবার তিনি অন্ডালে গার্ডদের একটি বিশ্রামাগারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। রেলের আসানসোল বিভাগের জনসংযোগ অধিকর্তা বিশ্বনাথ মুর্মু জানান, এ দিন তিনি বাৎসরিক নিরীক্ষণে এসেছিলেন। প্রথমে সাঁইথিয়া থেকে সিউড়ি পর্যন্ত স্পিড-রেললাইন পর্যবেক্ষণ করেন। এরপর সিউড়ি থেকে চীনপাই পর্যন্ত দু’টি রেল সেতুর বর্তমান অবস্থা খতিয়ে দেখার পর চীনপাই স্টেশন এবং রেল কলোনি ঘুরে দেখেন। সেখান থেকে দুবরাজপুর ও পাঁচড়ায় বিভিন্ন বিষয় নিরীক্ষণ করেন। তারপর অন্ডাল রেলস্টেশনে আসেন।

বন্ধ অন্ডালের সেই রাস্তা। —নিজস্ব চিত্র।
সেখানে রেল হাসপাতালের পরিস্থিতি দেখে একটি বিশ্রামাগারের উদ্ধোধন করেন। অন্ডালের বাসিন্দারা জিএমের হাতে একটি স্মারকলিপি তুলে দেন। কিছু দিন আগে রেল কর্তৃপক্ষ অন্ডালে রেলের জমিতে দীর্ঘদিন চলতে থাকা ২২০০টি দোকান এবং ৫টি ক্লাবকে জায়গা খালি করে দেওয়ার জন্য একটি বিঞ্জপ্তি জারি করেছিল। তার প্রতিলিপি জবরদখলকারীদের কাছে পৃথকভাবে পাঠানো হয়েছিল। এরই প্রতিবাদে পুনর্বাসনের ভিত্তিতে ওই পরিকল্পনা কার্যকরার দাবিতে এ দিন স্মারকলিপি তুলে দেওয়া হয়। জিএম তাঁদের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে দাবি করেছেন বাসিন্দারা।

রাস্তা বন্ধের নালিশ
এলাকাবাসীর ব্যবহারের রাস্তা বন্ধ করে দিয়েছে রেল কর্তৃপক্ষ, এমন অভিযোগ তুলে রেলকর্মী আবাসনের জল বেরোনোর একটি নদর্মার মুখ বন্ধ করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। এ দিন রাত পর্যন্ত বিক্ষোভ বন্ধ হয়নি। স্থানীয় গ্রাম প্রধান প্রিয়ঙ্কা মণ্ডলের নেতৃত্বে ওই বিক্ষোভ দেখান এলাকাবাসী। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে, অন্ডালের রামপ্রসাদপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। প্রিয়ঙ্কাদেবীর অভিযোগ, অন্ডালের গোডাউন-গোসাইপাড়ায় রেলের জমিতে সাধারণ মানুষের যাতায়াতের একটি রাস্তা রেল কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছেন। তিনি বলেন, “রেলের কর্মী আবাসনের জল দীর্ঘদিন ধরে ব্যক্তিগত মালিকানাধীন কৃষিজমির উপর দিয়ে বইছে। আমরা ঠিক করেছি রেলকে ওই নর্দমার জল নিষ্কাসনের জন্য নিজেদের জমি ব্যবহার করতে হবে অথবা রাস্তা খুলে দিতে হবে।” রেল কর্তৃপক্ষ জানান, বিষয়টি আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

জামুড়িয়ায় তৃণমূল ব্লক নেতা পদচ্যুত
জামুড়িয়া ব্লক ২ তৃণমূল যুব কংগ্রেস সভাপতি গোপীনাথ পাত্রকে পদ থেকে সরিয়ে দেওয়া হল। বৃহস্পতিবার জামুড়িয়ার খাসকেন্দা থেকে যুব জেলা সভাপতি অভিজিত ঘটকের নেতৃত্বে একটি মিছিল এলাকা ঘোরে। মিছিল শেষে একটি জনসভায় অভিজিতবাবু ঘোষণা করেন, দলবিরোধী কাজের জন্য গোপীনাথবাবুকে সরিয়ে তাঁর জায়গায় অসিত মণ্ডলকে নতুন সভাপতির দায়িত্ব দেওয়া হল। এই বিষয়ে তৃণমূলের নিচুস্তরে প্রশ্ন উঠছে। গোপীনাথবাবু দাবি করেন, তিনি অপসারণের কোনও চিঠি পাননি। তিনি বলেন, “ঠিক এক বছর আগে দলবিরোধী কাজের অভিযোগে অসিত মণ্ডলকে তৃণমূল কংগ্রেসের জামুড়িয়া ব্লক ২ সভাপতি সাংবাদিক বৈঠক করে বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন। আবার তাঁকেই যুব সভাপতি করার ঘোষণায় বিস্ময় প্রকাশ করা ছাড়া করার কিছু নেই।” অসিতবাবু বলেন, “সংগঠন যা দায়িত্ব দিয়েছে তা পালন করব।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.