টুকরো খবর |
থানায় ডেকে মারধর, নালিশ পুলিশকর্তাকে
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
থানায় ডেকে কৃষককে মারধরের অভিযোগ উঠেছে এক পুলিশ অফিসারের বিরুদ্ধে। মঙ্গলবার বামনগোলা থানার এএসআই ওবাইদুল্লা ইসলামের নামে পুলিশ সুপারের কাছে এ অভিযোগ করেন রাখালপুর গ্রামের প্রদীপ বিশ্বাস নামে একজন কৃষক। অভিযোগকারী জানান, মারধরে জখম হয়ে তিনি প্রথমে মোদিপুকুর স্বাস্থ্যকেন্দ্র এবং পরে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে তিনি অভিযোগ জানান। জেলা পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “ডিএসপিকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। রিপোর্ট পেলে ব্যবস্থা নেওয়া হবে।” বামনগোলার এএসআই ওবাইদুল্লা ইসলাম বলেন, “প্রতিবেশী এক জনের অভিযোগের ভিত্তিতে প্রদীপ বিশ্বাসকে থানায় ডেকে আনা হয়েছিল। পরে তাঁকে ব্যক্তিগত জামিনে ছেড়ে দেওয়া হয়। মারধর করা হয়নি।” এক বিঘা জমি নিয়ে কৃষক প্রদীপ বিশ্বাসের সঙ্গে প্রতিবেশীর বিবাদ চলছে। বিষয়টি এখন কলকাতা হাইকোর্টে বিচারাধীন। অভিযোগ, ওই প্রতিবেশীর হয়ে ওবাইদুল্লা মীমাংসা করার জন্য প্রদীপ বিশ্বাসকে চাপ দেন। প্রদীপবাবুর অভিযোগ, “জমির মীমাংসা করতে রাজি না হওয়ায় ১২ নভেম্বর সকাল সাড়ে ৮টা নাগাদ আমাকে থানায় ডাকেন অফিসার। সাদা কাগজে সই করতে রাজি না হলে তিনি লাঠি দিয়ে মারধর করেন।”
|
তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
১০০ দিনের কাজ নিয়ে তৃণমূলের গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত শীতলখুচির ভাওয়েরথানা এলাকা। বুধবার রাতে ওই ঘটনায় দুই তৃণমূল কর্মী জখম হয়েছেন। গ্রাম পঞ্চায়েত সূত্রের খবর, ওই দিন বিকাল থেকে রাত ১০টা পর্জন্ত ভাওয়েরথানা পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও বেশ কয়েক জন কর্মীকে অফিসে তালা দিয়ে আটকে রাখা হয় বলে অভিযোগ। প্রধান বিনোদিনী বর্মন অভিযোগ, ১০০ দিনের কাজ না পাওয়ার অভিযোগে কাওউয়ার খুলি এলাকার লোকজন সশস্ত্র অবস্থায় পঞ্চায়েত ঘেরাও করে রাখে। তিনি বলেন, “বিষয়টি পুলিশ ও বিডিওকে জানালে তাঁরা আমাদের উদ্ধার করে।” তৃণমূলের ব্লক সভাপতি আবেদ আলি মিয়াঁ বলেন, “নির্দল ৪ পঞ্চায়েত সদস্য নিয়ে প্রধান হন বিনোদিনী দেবী। তিনি আমাদের কাজ দিচ্ছিলেন না। বাসিন্দারা তার প্রতিবাদ করতে গেলে মারধর করা হয়।” দু’পক্ষই এই নিয়ে থানায় নালিশ করেছে। পুলিশ তদন্ত করছে।
|
ইসলামপুরে স্টপ কাঞ্চনজঙ্ঘার
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
বাসিন্দাদের দাবি মেনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের স্টপেজ চালু হতে চলছে ইসলামপুরে। আগামী ৩০ নভেম্বর থেকে ইসলামপুরের আলুয়াবাড়ি স্টেশনে ট্রেনটি দাঁড়াবে। বৃহস্পতিবার ইসলামপুর শহরে মাইকিং করে এই ঘোষণা করেছে ইসলামপুর টাউন কংগ্রেস এবং স্টেশন সংলগ্ন এলাকার ব্যবসায়ীরা। ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল অগ্রবাল জানান, আগামী ৩০ নভেম্বর থেকে ইসলামপুরের আলুয়াবাড়ি স্টেশনে কাঞ্চনজঙ্ঘার স্টপেজ হচ্ছে। রেলবোর্ড থেকে চিঠি পেয়েছি। দীর্ঘদিন ধরে এরজন্য আন্দোলন করছিলাম। সম্প্রতি দাবির বিষয়টি কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাশমুন্সিকে জানানো হয়েছিল। তাঁর হস্তক্ষেপেই ইসলামপুরের কাঞ্জনজঙ্ঘা ও ডালখোলাতে বার্মের গুয়াহাটি এক্সপ্রেসের স্টপেজ চালু হচ্ছে। তবে কাটিহার ডিভিশনের ডিআরএম অরুণ কুমার শর্মা বলেন, “এধরণের নির্দেশ এখনও এসে পৌঁছায়নি। নির্দেশ আসলে কার্যকরী করা হবে।”
|
থানায় বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • তুফানগঞ্জ |
শিক্ষাবিদের কাছে টাকা চেয়ে হুমকি ফোনের ঘটনার তদন্তে ঢিলেমির অভিযোগে থানা ঘিরে বিক্ষোভ দেখালেন পড়ুয়ারা। বৃহস্পতিবার। তাঁদের অভিযোগ, সোমবার থেকে একাধিকবার ওই শিক্ষাবিদকে কেএলও’র নাম করে টাকা দাবি করে ফোন করা হয়েছে। ওই ব্যাপারে অভিযোগ জানানোর চার দিন পরেও পুলিশ ঘটনার কিনারা করতে পারেনি। এর প্রতিবাদে এ দিন তুফানগঞ্জ শহরে একটি মিছিলও বের করে ছাত্রেছাত্রীরা। পুলিশ জানিয়েছে, নিছক দুষ্কৃতীরা ওই ফোন করেছে না কেএলও জঙ্গিরা ফোন করেছে হয় তা স্পষ্ট নয়। কোচবিহারের পুলিশ সুপার অনুপ জায়সবাল এ দিন বলেন, “অভিযোগ পেয়েছি। ওই ঘটনার তদন্ত হচ্ছে।”
|
মেয়াদ বাড়ল
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়ের কার্যকালের মেয়াদ বাড়ল। বৃহস্পতিবার ওই বিশ্ববিদ্যালয়ে রাজ্য কৃষি সচিবের দফতর থেকে উপাচার্য হিসাবে বিশ্বনাথবাবুর কার্যকাল আরও ছয় মাস বাড়ানোর নির্দেশিকা সংক্রান্ত ফ্যাক্স পাঠানো হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক বিশ্বনাথবাবু গত ২৭ মে দায়িত্ব নেন। এ মাসেই তার প্রথম দফার কার্যকাল শেষ হওয়ার কথা ছিল। উপচার্য বলেন, “আরও ছয় মাসের জন্য কার্যকালের মেয়াদ বাড়ানোর চিঠি হাতে পেয়েছি। বিশ্ববিদ্যালয়ের কাজে গতি আনার চেষ্টায় খামতি রাখব না”
|
গলায় বঁটি ধরে লুঠ
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট
|
বৃদ্ধার গলায় বটি ধরে ঘর থেকে টাকা চুরি করে পালাল দুষ্কৃতীরা। বুধবার রাতে বালুরঘাট শহরের চৌরঙ্গী পাড়া এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, পাড়ার এক বাড়িতে বৃদ্ধা দিদা ও বোনকে নিয়ে ভাড়া থাকেন কলেজ ছাত্র কল্যাণ মণ্ডল। বুধবার রাত আড়াইটে নাগাদ দুষ্কৃতীরা দরজার ছিটকিনি ভেঙে ঘরে ঢুকে বৃদ্ধার গলায় বঁটি ধরে রেখে টাকাপয়সা লুঠ করে নিয়ে পালিয়ে যায়।
|
জুয়া, ধৃত ৩
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
ডুয়ার্সের কালচিনি থানার নিমতি বাজারে অভিযান চালিয়ে জুয়ার বোর্ড থেকে নগদ ১০ হাজার টাকা-সহ তিন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
|
পথ দুর্ঘটনায় মৃত্যু |
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল সব্জি বিক্রেতার। বৃহস্পতিবার গঙ্গারামপুরের কালীতলায়। মৃত বীরেন মণ্ডলের (৬৮) বাড়ি পাটনে। |
|