সরকারি অনুষ্ঠানে যোগ দিতে আগামী ২৬ নভেম্বর উত্তর দিনাজপুরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকালে রায়গঞ্জে সাংবাদিক সম্মেলনে করে এ কথা জানান রাজ্য মৎস্য দফতরের পরিষদীয় সচিব তথা ইটাহারের তৃণমূল বিধায়ক অমল আচার্য।
প্রশাসনিক সূত্রের খবর, ২৬ নভেম্বর বিকেলে মুখ্যমন্ত্রীর রায়গঞ্জে জেলার বিভিন্ন দফতরের সরকারি আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করার কথা। বৈঠকে মুখ্যমন্ত্রী প্রশাসনিক কর্তাদের কাছে জেলার বিভিন্ন প্রকল্পের উন্নয়ন, কাজের অগ্রগতি ও কী কী উন্নয়ন দরকার সেই বিষয়ে রিপোর্ট চাইবেন বলে জানা গিয়েছে। ওই বৈঠকের জন্য বর্তমানে জেলা প্রশাসনের তরফে জেলাশাসকের দফতরের সামনের মাঠে মঞ্চ, গ্যালারি ও ছাউনি তৈরির করার কাজ শুরু হয়েছে। রাতে মুখ্যমন্ত্রীর রায়গঞ্জের সার্কিট হাউসে থাকার কথা। পরদিন দুপুরে কর্ণজোড়া পার্ক সংলগ্ন এলাকায় একটি সরকারি সভায় যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। জেলাশাসক পাসাং নরবু ভুটিয়া বলেন, “মুখ্যমন্ত্রীর সরকারি সভায় জেলার একাধিক রাস্তা, দফতর, হস্টেল, আইটিআই কলেজ-সহ বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধন করার কথা। কিছু সরকারি প্রকল্পের শিলান্যাসের পাশাপাশি বাসিন্দাদের পাট্টা ও সাইকেল বিলি করারও কথা রয়েছে।”
অন্য দিকে, মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান সফল করতে সরকারি টাকা অপচয়ের অভিযোগ তুলল সরকারি কর্মীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। এ দিন কর্ণজোড়ায় সংগঠনের সদস্যদের সঙ্গে বৈঠকের পর ওই অভিযোগ তোলেন সংগঠনের জেলা সম্পাদক সুযশ মুখোপাধ্যায়। তাঁর অভিযোগ, “মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রশাসনিক আধিকারিকদের বৈঠকের জন্য লক্ষাধিক টাকা খরচ করে মঞ্চ ও গ্যালারি তৈরি হচ্ছে। অথচ ৮ থেকে ১০ হাজার টাকায় রায়গঞ্জের কোনও মঞ্চ বা হল ভাড়া করে ওই সভা করা যেত। আমরা বিষয়টি নিয়ে আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছি।” জেলাশাসক জানান, মুখ্যমন্ত্রীর সঙ্গে মঞ্চে অন্তত ৪০ জন আধিকারিক ও মন্ত্রী থাকার কথা। তাঁদের গাড়ি পার্কিং ও নিরাপত্তারও বিষয় রয়েছে। সবদিক বিচার করেই জেলাশাসকের দফতরের সামনে অস্থায়ী পরিকাঠামো তৈরি করে প্রশাসনিক বৈঠক করার সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।
মুখ্যমন্ত্রীর জেলা সফর নিয়ে এ দিন জেলা তৃণমূল সভাপতি অমলবাবু দলের শতাধিক নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে হাজির ছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষ, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান শেখরচন্দ্র রায়, রায়গঞ্জ ব্লক তৃণমূল সভাপতি রজত ঘোষ, আইএনটিটিইউসির জেলা সভাপতি অরিন্দম সরকার, জেলা তৃণমূল নেতা দিলীপ দাস প্রমুখ। |