টুকরো খবর
বদলি বিচারের প্রক্রিয়া শুরু
শিলিগুড়ি মহকুমার প্রাথমিক স্কুলগুলিতে সম্প্রতি দেদার বদলি নিয়ে যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখার প্রক্রিয়া শুরু হল। বৃহস্পতিবার শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংসদের নতুন চেয়ারম্যান মুকুল কান্তি ঘোষ মহকুমার বিভিন্ন সার্কেলে থাকা এসআই’দের সঙ্গে এ ব্যাপারে বৈঠক করেন। কোন স্কুল থেকে কোথায় কতজন শিক্ষক বদলি করা হয়েছে সে ব্যাপারে পুরো তথ্য শীঘ্রই জমা দিতে বলেছেন। এর পরেই সংসদের বোর্ড সভায় তা পেশ করে এ ব্যাপারে আলোচনা করা হবে। চেয়ারম্যান বলেন, “ওই সমস্ত বদলি কতটা যুক্তিযুক্ত এবং নিয়ম মাফিক হয়েছে তা নিয়ে আলোচনা করে সে বিষয়ে সিদ্ধান্ত হবে। বিদ্যালয় সংসদের আইন সেলের পরামর্শ নেওয়া হচ্ছে।” প্রাথমিক বিদ্যালয় সংসদ সূত্রে জানানো হয়েছিল, পড়ুয়া আনুপাতে স্কুলগুলিতে শিক্ষক-শিক্ষিকা রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু ১৪ অক্টোবর পর্যন্ত সে ব্যাপারে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ২৫ অক্টোবর তৎকালীন চেয়ারম্যান সমর চক্রবর্তী একটি শিক্ষক সংগঠনের ১৫ জনকে বদলির অনুমোদন দেন। তা নিয়ে অপর শিক্ষক সংগঠন তাদের সদস্যদের বদলির দাবি তুলে সংসদের দফতরে আন্দোলন শুরু করেন। চেয়ারম্যান তাদের সঙ্গে আলোচনার সময় অপর শিক্ষক সংগঠন বাধা দিলে সংসদের দফতরে ভাঙচুর হয়। ওই পদে সমরবাবুর মেয়াদ ছিল ৩০ অক্টোবর পর্যন্ত। শেষ দিন বাড়িতে বসে তিনি দুই শতাধিক শিক্ষককে বদলির অনুমোদন দেন বলে অভিযোগ। তাতে অনেক স্কুল শিক্ষক শূন্য হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বর্তমানে কোন স্কুলের কী পরিস্থিতি তা বিস্তারিত জানতে চেয়েছেন মুকুলবাবু।

পাহাড়পুর পঞ্চায়েত এল তৃণমূলের হাতে
জলপাইগুড়ি জেলা কংগ্রেস এবং সিপিএম প্রভাবিত সংগঠনের বেশ কয়েকজন নেতা কর্মী বৃহস্পতিবার তৃণমূলে যোগ দিয়েছেন। শহর লাগোয়া পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান সহ কংগ্রেসের ৫ সদস্যও তাঁদের মধ্যে রয়েছেন। এর জেরে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের দখল একক ভাবে তৃণমূলের হাতে চলে গেল। জলপাইগুড়ি সদর ব্লক সভাপতি সহ ব্লকের প্রথম সারির বেশ কয়েকজন নেতা সহ সকলেই এ দিন কলকাতা গিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন। সিপিএম প্রভাবিত প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা সম্পাদক স্মরজিৎ চাকিও এ দিন একই অনুষ্ঠানে তৃণমূলে যোগ দেন। কংগ্রেসের সদর ব্লক সভাপতি দুলাল দেবনাথ, ওবিসি সেলের দায়িত্বপ্রাপ্ত আব্দুর রেজ্জাক, ব্লক নেতা নিতাই কর সহ অনান্য নেতা-কর্মীরা এদিন তৃণমূলে যোগ দিয়েছেন। তৃণমূলের জেলা সহ সভাপতি তথা আইনজীবী গৌতম দাস বলেন, “রাজ্য জুড়ে তৃণমূল সরকার উন্নয়নের কাজ শুরু করেছেন। সে কারণেই মুখ্যমন্ত্রীর আদর্শে অনুপ্রাণিত হয়ে সকলেই দলে আসছেন।” এ দিন তৃণমূল ভবনে প্রদেশ যুব তৃণমূলের কার্যকরী সভাপতি সৌরভ চক্রবর্তীও উপস্থিত ছিলেন। জেলা কংগ্রেস সভাপতি মোহন বসু অবশ্য বলেছেন, “সংগঠনের কোনও ক্ষতি হওয়ার আশঙ্কা নেই।” সিপিএমের শিক্ষক সংগঠনের তরফেও জানানো হয়েছে, তাঁরা এ ধরণের খবর জানেন না।

বিবেকানন্দের মতাদর্শের প্রসার-প্রচার
শিলিগুড়ি ও জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় ‘মানুষ হওয়া ও মানুষ গড়া’ শীর্ষক আলোচনার মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে বিবেকানন্দের মতাদর্শ ও ভাবধারার প্রচার ও প্রসার অনুষ্ঠান হল। ১৯ ও ২০ নভেম্বর এই আলোচনায় যোগ নিতে শিলিগুড়ি আসেন রামকৃষ্ণ মিশন অছি পরিষদের সদস্য স্বামী দিব্যানন্দ। ১৯ নভেম্বর নকশালবাড়ি কলেজ, বাগডোগরা কালীপদ ঘোষ তরাই মহাবিদ্যালয় ও কথামৃত পাঠচক্রে আলোচনা হয়। ২০ নভেম্বর মাল পরিমল মিত্র মহাবিদ্যালয়, জলপাইগুড়ি প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয়ে এই অনুষ্ঠান হয়। হাজির ছিলেন বিভিন্ন কলেজের অধ্যক্ষরা।

পুলিশি অভিযান
বিনা লাইসেন্সের মোটর বাইক, গাড়ি আরোহীদের সতর্ক করতে অভিযান চালাল দার্জিলিং জেলা গ্রামীণ পুলিশ। গ্রামীণ পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইন্সপেক্টর হেমন্ত দাসের নেতৃত্বে বৃহস্পতিবার নকশালবাড়িতে অভিযান চালিয়ে ৪০ জনকে জরিমানা করা হয়েছে। তিনি বলেন, “১৯ নভেম্বর থেকে অভিযান শুরু হয়েছে। তিনদিনে প্রায় ১০০ জনকে আইন ভাঙার অভিযোগে জরিমানা করা হয়। এ অভিযান আগামীতে চলবে।”

ট্রেনের নীচে মৃত্যু
ট্রেনে কাটা পড়ে মারা গেলেন এক এক যুবক। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির মহানন্দাপাড়ায়। মৃতের নাম নিখিল সাহানি (৩৫)। নিখিলের বাড়ি শিলিগুড়িরই জ্যোতিনগরে বলে পুলিশ সূত্রের খবর। বৃহস্পতিবার দুপুরে রাধিকাপুর এনজেপিগামী এক্সপ্রেসের তলায় পড়ে মৃত্যু হয় নিখিলের। প্রাথমিক ভাবে এটিকে আত্মহত্যা বলেই মনে করছেন রেল পুলিশের কর্তারা। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

আজ আবেদন পরীক্ষা
সব কিছু ঠিক থাকলে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে প্রার্থীদের আবেদন আজ, শুক্রবার পরীক্ষা করবেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তার পরেই সেগুলি সার্চ কমিটির কাছে পাঠানো হবে। বিশ্ববিদ্যালয়ের একটি সূত্রই জানিয়েছে, সম্ভব হলে ওই দিনই আবেদনগুলি পরীক্ষার পর সেগুলি কলকাতায় সার্চ কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হবে। তিন সদস্যের সার্চ কমিটি সেগুলি থেকে বেছে আচার্যের কাছে ওই পদে প্রার্থীদের নাম প্রস্তাব করবেন।

ডুয়ার্সে ম্যারাথন

নারী পাচার এবং শিশু শ্রমিক প্রথা বন্ধের দাবিতে ম্যারাথন হল ডুয়ার্সে। বৃহস্পতি বার সকালে ডুয়ার্সের ওদলাবাড়ি থেকে মালবাজার পর্যন্ত দৌড়ে ৯০ জন অংশ নেন বলে জানানো হয়েছে। একটি স্বেচ্ছাসেবী সংগঠন আয়োজিত প্রতিযোগিতার সূচনা করেন মালবাজারের মহকুমাশাসক জ্যোর্তিময় তাঁতি। উপস্থিত ছিলেন নেপালের সমাজকর্মী সরিতা গুরুঙ্গ এবং মালয়েশিয়ার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের জন সদস্য।

প্রশিক্ষণ কেন্দ্র
দিল্লি পাবলিক স্কুলের সঙ্গে হাত মিলিয়ে ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র চালু করল ব্রাজিল ফুটবল অ্যাকাডেমি। বুধবার স্কুলের মাঠেই তার উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন হোসে র্যামিরেজ ব্যারেটো, ফুটবল কোচ ব্রাজিলের রডরিগো মেন্ডেজ সিলভা। এর আগে শিলিগুড়ির টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলে একই ভাবে ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র চালু হয়েছে। স্কুলের অধ্যক্ষ এসপি দাস বলেন, “স্কুলে এ ধরনের উন্নতমানের ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র চালু করতে তিনি অনেকদিন ধরেই চাইছিলেন। ব্রাজিল ফুটবল অ্যাকাডেমি তাদের সঙ্গে হাত মেলানোয় তা বাস্তবায়িত হল।”

প্রতিবাদ সভা
হাওড়ায় জ্যোতি বসু ও পুলক বন্দ্যোপাধ্যায়ের মূর্তি ভেঙে কালি দেওয়ার প্রতিবাদে ২৮ নভেম্বর শিলিগুড়ির হকার্স কর্ণারে প্রতিবাদ সভার আয়োজন করেছে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সঙ্ঘ ও ভারতীয় গণনাট্য সঙ্ঘ। এ কথা জানান পল্লব কান্তি রাজগুরু।

নদীতে শিশুর দেহ
পঞ্চনই নদী থেকে উদ্ধার হল এক সদ্যোজাতের মৃতদেহ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি জংশন এলাকায়। এদিন সকালে শিশুটির মৃতদেহ জলে ভাসতে দেখে স্থানীয় লোকজন। তাঁরাই প্রধাননগর থানায় খবর দেয়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.