মাঠের ধান ঘরে তোলার পালা। তার আগে চলছে
ধান ঝাড়াই। রায়গঞ্জে ছবিটি তুলেছেন তরুণ দেবনাথ।
|
আজ, শুক্রবার রাতে বালুরঘাটের বোল্লা গ্রামে সাড়ে ৭ হাত উঁচু কালী মূর্তির পুজো
দিয়ে শুরু হচ্ছে বোল্লা কালী মেলা। চলবে আগামী সোমবার পর্যন্ত। দক্ষিণ দিনাজপুরের
এই পুজো ও মেলা উপলক্ষে রোজ লক্ষাধিক মানুষের সমাগম হয়। পুলিশ সুপার
প্রসূন বন্দ্যোপাধ্যায় জানান, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বোল্লা মন্দির প্রাঙ্গণে
বসানো হচ্ছে একাধিক ক্লোজ সার্কিট ক্যামেরা। ছবি তুলেছেন অমিত মোহান্ত।
|
আইনি বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে প্রতিদিন চলছে ঝুঁকি নিয়ে ছাত্রছাত্রী বহন।
সম্প্রতি সেবক রোডে অটোয় সামনে বসা এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ
ওঠার
পর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল
অটোর সামনে
চালকের পাশের আসনে কাউকে বসানো যাবে না। তা সত্বেও
দিব্যি
চলছে এই ব্যবস্থা। শিলিগুড়ির জলপাই মোড়ের কাছে বিশ্বরূপ বসাকের তোলা ছবি। |