আজ উপ-নির্বাচন এগরাতে
নিজস্ব সংবাদদাতা • এগরা |
আজ, শুক্রবার এগরা পুরসভার ১১ নম্বর ওয়ার্ডেরও উপনির্বাচন। জগন্নাথপুর প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র। আগের দিন, বৃহস্পতিবার বিকেল থেকেই ভোটকেন্দ্রের সামনে কড়া পুলিশি পাহারা শুরু হয়ে গিয়েছে। লড়াইটা ত্রিমুখী। কংগ্রেসের উমা মান্না, সিপিএমের কবিতা শিট ও তৃণমূলের দুর্গামণি শিটের মধ্যে। পাল্লা ঝুঁকে তৃণমূলের দিকে। ভোটপ্রচারেও অন্য এগিয়ে ছিল তৃণমূল। এমনকী বুধবার নির্ধারিত সময়ের পরও (বিকেল ৩টে) ভোটের প্রচার করার অভিযোগ উঠেছে সদ্য কংগ্রেস ত্যাগ করে তৃণমূলে যোগ দেওয়া পুরপ্রধান স্বপন নায়েকের বিরুদ্ধে। সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সুব্রত পণ্ডার অভিযোগ, “নির্বাচনী বিধির তোয়াক্কা না করেই ভুঁইয়াপাড়ায় রাস্তায় মোরাম ফেলছে তৃণমূল। রাস্তায় আলো লাগিয়েছে নতুন।” জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মানস কর মহাপাত্র বলেন, “আমাদের আশঙ্কা ভোটের দিন বাইরে থেকে সমাজবিরোধী এনে জোর করে ভোট করাবে তৃণমূল।” অভিযোগ উড়িয়ে পুরপ্রধান স্বপন নায়েক বলেন, “পুরসভার নিয়মিত যে কাজ হয়, তা-ই হয়েছে। প্রশাসন থেকে বারণ করার পর প্রচারও করিনি।”
|
পৃথক মত্স্য মন্ত্রক গড়ার দাবি করলেন শুভেন্দু
নিজস্ব সংবাদদাতা • কাঁথি
|
এ বার কেন্দ্রে পৃথক মত্স্য মন্ত্রকের দাবি জানালেন তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কাঁথি মহকুমার জুনপুটের কাছে হরিপুরে মত্স্যজীবীদের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রের পরমাণু বিদ্যুত্কেন্দ্র গড়ার সিদ্ধান্তেরও কড়া সমালোচনা করেন তিনি। বিশ্ব মত্স্যজীবী দিবস উপলক্ষে এ দিন দক্ষিণবঙ্গ মত্স্যজীবী ফোরামের উদ্যোগে একটি অনুষ্ঠান হয় হরিপুরে। সেখানে শুভেন্দু বলেন, “হরিপুরে পরমাণু বিদ্যুত্কেন্দ্র গড়ে তোলার জন্য কেন্দ্রের প্রস্তাবে সায় দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। কিন্তু হরিপুরের মানুষের গণ-আন্দোলনের ফলে পিছু হঠতে হয়েছে তাঁদের। এই বিদ্যুত্ প্রকল্প বাতিল না হওয়া পযর্র্ন্ত আন্দোলন চলবে।” এ দিনই রামনগর-২ ব্লকের চেঁওয়াসুলি-১ মত্স্যখটিতে দিনটি পালিত হয়। অনুষ্ঠানে কাঁথি মহকুমা খটি মত্স্যজীবী উন্নয়ন সমিতির সম্পাদক লক্ষ্মীনারায়ণ জানা অভিযোগ করেন, “বিপিএল তালিকভুক্ত না হলে মত্স্যজীবীরা ত্রাণ ও সঞ্চয় প্রকল্পে যুক্ত হতে পারবে না বা ডিজেলে ভতুর্কি পাবে না বলে কেন্দ্রীয় সরকার যে নির্দেশ দিয়েছে, তাতে দেশের লক্ষ লক্ষ মত্স্যজীবী বঞ্চিত হচ্ছেন।” দেশের মত্স্যসম্পদ সুরক্ষার ক্ষেত্রে রাষ্ট্রকে আরও সতর্ক হওয়ার আর্জি জানান লক্ষ্মীবাবু।
|
ডাম্পারে পিষ্ট হেল্পার
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
ওয়াগনে চুনাপাথর বোঝাইয়ের সময় ডাম্পারে পিষ্ট হয়ে মৃত্যু হল এক হেল্পারের। নাম ওবাইদুল্লা রহমান (২৪)। বাড়ি নন্দীগ্রাম থানার হোসেনপুরে। বুধবার রাতে হলদিয়া বন্দরের ঘটনা। নন্দীগ্রামের তৃণমূল নেতা আবু তাহেরের আত্মীয় ওই ব্যক্তি বন্দরের একটি পণ্য খালাসকারী সংস্থার কর্মী ছিলেন। মাস ছয়েক আগে তিনি ওই সংস্থায় কাজে যোগ দিয়েছিলেন। এ দিন পণ্য বোঝাই করার সময় ডাম্পারটি আচমকা পিছিয়ে আসে। ফলে ডাম্পারের পিছনেই দাঁড়িয়ে থাকা ওবাইদুল্লা ডাম্পারের চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ওই ঘটনার পর সংস্থার কর্মীদের পক্ষ থেকে কাজের সময় নিরাপত্তার ঘাটতি রয়েছে বলে অভিযোগ তোলা হয়। মৃতের পরিবার ও অন্যান্য কর্মীদের পক্ষ থেকে সংস্থা ও বন্দর কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ চাওয়া হয়েছে বলে আবু তাহের জানান। তিনি বলেন, “সাংসদ শুভেন্দু অধিকারী ক্ষতিপূরণের ব্যাপারে আশ্বাস দিয়েছেন।” ওই সংস্থার সুপারভাইজার শেখ সফিজুল বলেন, “সংস্থার পক্ষ থেকে গোটা ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। মৃতের পরিবার অবশ্যই ক্ষতিপূরণ পাবেন।”
|
কম দামে বীজধান
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
জাতীয় খাদ্য সুরক্ষা মিশন প্রকল্পে ধানের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ভর্তুকিতে কৃষকদের উন্নত প্রজাতির উচ্চফলনশীল বীজ ধান বিতরণ করল মহিষাদল ব্লক কৃষি দফতর। বৃহস্পতিবার মহিষাদল মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটি প্রাঙ্গণে কম দামে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের কৃষি, সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ বুদ্ধদেব ভৌমিক। মহিষাদল ব্লকের সহ-কৃষি অধিকর্তা মৃণালকান্তি বেরা জানান, ব্লকের প্রায় সাত হাজার কৃষককে সর্বোচ্চ ৩০ কিলোগ্রাম করে মোট ১৫০ মেট্রিক টন বীজ ধান দেওয়া হচ্ছে। বোরো চাষের জন্য প্রায় বারো প্রজাতির বীজধান আগে আসার ভিত্তিতে চাষিরা পাবেন। প্রজাতি অনুযায়ী সর্বোচ্চ ৩৫ টাকা ও সর্বনিম্ন ২৮ টাকা কেজি দরে বীজধান দেওয়া হচ্ছে। তিনি বলেন, “খোলা বাজারে ইতিমধ্যেই ভাল প্রজাতির বীজধান নিয়ে কালোবাজারি শুরু হয়েছে। তাই বাজারের থেকে অনেক কম দামে এখানে চাষিরা বীজধান পাবেন।” |