অরণ্যশহরে মহারণ

এক নজরে
• মোট ওয়ার্ড ১৮টি (সিপিআই প্রার্থী প্রদীপ মৈত্র’র মৃত্যু হওয়ায় ৭ নম্বর ওয়ার্ডে ভোটগ্রহণ স্থগিত)
• ভোট হবে ১৭টি ওয়ার্ডে। • ভোটার ৪০,৩৮২
• ৫২টি বুথে ভোটগ্রহণ। • স্পর্শকাতর বুথ ২৮টি
• অতি স্পর্শকাতর বুথ ১৮টি • মোট প্রার্থী ৫৪
তৃণমূল-১৭, বামফ্রন্ট-১৬ (সিপিএম-১২, সিপিআই-৪), কংগ্রেস-১৩, বিজেপি-৪, নির্দল-৪


ঝাড়গ্রাম রাজ কলেজে ভোটের দায়িত্ব বুঝে নিচ্ছেন পুলিশকর্মীরা। ছবি: দেবরাজ ঘোষ।

একজন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে নিরাপত্তার দায়িত্বে থাকছেন
ডিএসপি পদমর্যাদার ৪ জন অফিসার। ৯জন ইন্সপেক্টর। ৪২ জন এসআই/এএসআই।
৩০৬ জন সশস্ত্র পুলিশ। ২৬৬ জন লাঠিধারী কনস্টেবল। ৬০ জন মহিলা কনস্টেবল।
সব মিলিয়ে আটশো পুলিশ। প্রতি বুথে দু’জন করে সশস্ত্র পুলিশ ও দু’জন লাঠি ধারী কনস্টেবল।

কলেজের মাঠে ভোটকর্মীরা।
সিঙ্গল বুথের বাইরে দু’জন সশস্ত্র পুলিশ, দু’জন মহিলা কনস্টেবল, দু’জন লাঠিধারী কনস্টেবল।
ডবল বুথের বাইরে চার জন সশস্ত্র পুলিশ, চার জন মহিলা কনস্টেবল, চার জন লাঠিধারী কনস্টেবল।
ডবল ও স্পর্শকাতর বুথের বাইরে অতিরিক্ত দু’জন সশস্ত্র পুলিশ ও দু’জন লাঠিধারী কনস্টেবল।
থাকছে ৪টি কুইক রেসপন্স টিম। দু’টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড।
দু’টি অ্যান্টি রায়েট টিম। ৪টি আরটি মোবাইল। ৭২টি মোটর সাইকেলে পুলিশ টহল দেবে।
শহরের ১৫টি জায়গায় নাকাবন্দি করবে পুলিশ। পুলিশ সেক্টর ৭টি।

ওঁরা বলেন।
“সুষ্ঠু ভাবে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনার জন্য সব রকম ব্যবস্থা নিয়েছে প্রশাসন।”
(মহকুমাশাসক, ঝাড়গ্রাম)
“পঞ্চায়েত নির্বাচনের মতো ঝাড়গ্রাম পুরভোটও অবাধ ও শান্তিপূর্ণ হবে বলে আমরা আশা করছি। প্রশাসন যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে তাতে আমরা খুশি।”
(জেলা সাধারণ সম্পাদক)
“পুলিশি নিরাপত্তা নেই। আমাদের এজেন্টদের মারধর করা হচ্ছে। তৃণমূলের বহিরাগতেরা শহরে ঢুকছেন। মনে হচ্ছে, শাসক দলকে সাহায্য করার জন্যই পুলিশ রয়েছে।”
(জেলা কংগ্রেসের সহ সভাপতি)
“অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হওয়ার মতো কোনও পরিস্থিতিই নেই। পুলিশের উপর মহলের নির্দেশে বাম কর্মীদের সাজানো ঘটনায় গ্রেফতার করা শুরু হয়েছে।”
(সিপিএমের ঝাড়গ্রাম শহর জোনাল সম্পাদক)



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.