ছয় বালক উদ্ধার খড়্গপুরে
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
স্টেশনে উদ্দেশ্যহীন ভাবে ঘুরতে থাকা ছয় নাবালককে উদ্ধার করল রেল পুলিশ। বৃহস্পতিবার দুপুরে খড়্গপুর পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ৮ থেকে ১২ বছরের মধ্যে থাকা ওই ছয় নাবালককে ঘুরতে দেখে পুলিশ। রেল পুলিশের জিজ্ঞাসাবাদে জানায়, তারা খড়্গপুরে ঘুরতে এসেছে। রেল পুলিশ জানিয়েছে, কোথায় যাবে বা কোথা থেকে এসেছে কিছুই জানাতে পারেনি তারা। তাদের মধ্যে একজনের গেঞ্জিতে ‘লিটল বিগ হেল্থের’ স্টিকার ছিল। পরে তারা স্টিকারটি দেখিয়ে বলে, হাওড়ার ওই সংস্থা থেকেই তাঁরা এসেছে। তবে রেল পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যে পর্যন্ত ওই সংস্থার হদিশ পায়নি। রেল পুলিশের আইসি আশিসকুমার রায় জানান, “ওই ছয় বালক সম্ভবত কোনও প্যাসেঞ্জার ট্রেনেই এসেছে। আমরা ওই বালকদের চাইল্ড লাইনের হাতে তুলে দেব।”
|
সরকারি দরে আলু ডেবরায়
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
তৃণমূলের উদ্যোগে সরকারি দর, ১৩ টাকায় আলু বিক্রি হল ডেবরার শ্যামচকে। বৃহস্পতিবার জলিবান্দা অঞ্চল তৃণমূলের পক্ষ থেকে ওই আলু বিলি করা হয়। এ দিন ওই অনুষ্ঠানের উদ্বোধন করেন ডেবরা ব্লক তৃণমূল সভাপতি রতন দে মণ্ডল। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ চিন্ময় বসু, ঢেঙ্গা তৃণমূল সভাপতি সুনীল চক্রবর্তী, গ্রাম পঞ্চায়েত প্রধান সুদর্শন মাজি প্রমুখ। ব্লক সভাপতি রতন দে মণ্ডল বলেন, “চাহিদার কথা ভেবেই আমাদের এই উদ্যোগ।”
|
পুনরায় খনন শুরুর আগে বৃহস্পতিবার থেকে সমীক্ষা হল দাঁতনের মোগলমারিতে। ৬ বর্গ মিটার করে কাটা ট্রেঞ্চে রবিবার থেকে খনন শুরু হবে বলে জানিয়েছে পুরাতত্ত্ব বিভাগ। ওই এলাকায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের পুরাতত্ত্ব বিভাগের প্রয়াত অধ্যাপক অশোক দত্তের নেতৃত্বে বৌদ্ধবিহারের খননকার্য হয়েছিল। তারই সংরক্ষণ করবে রাজ্য পুরাতত্ত্ব বিভাগ। সংগ্রহশালাও তৈরি হবে।
|