দমদমের জেসপ কারখানা বন্ধ করে দেওয়ার প্রস্তাব থেকে সরে এল সংস্থা পরিচালক রুইয়া গোষ্ঠী।
শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু বৃহস্পতিবার মহাকরণে এ খবর জানিয়ে বলেন, জেসপ কর্তৃপক্ষ কারখানা বন্ধ করার জন্য তাঁদের প্রস্তাব প্রত্যাহার করার কথা জানিয়ে তাঁর কাছে চিঠি পাঠিয়েছেন।
ওই চিঠিতে জেসপ কর্তৃপক্ষ সংস্থাটি চিরতরে বন্ধ করার প্রস্তাব প্রত্যাহার করে নেওয়ার কথা জানালেও কারখানা চত্বরে সুষ্ঠু আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার কাজে রাজ্যের সহযোগিতা চেয়েছেন।
পূর্ণেন্দুবাবু বলেন, কারখানার আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য রাজ্য সরকার জেসপ কর্তৃপক্ষের পাশে দাঁড়াবে। ইউনিয়নও সে ব্যাপারে সাহায্য করছে বলে কর্তৃপক্ষ তাঁকে জানিয়েছে। সম্প্রতি একটি চুরির ঘটনা ঘটেছিল। ইউনিয়নগুলির সহযোগিতায় তার কিনারা করা গিয়েছে।
জেসপের সমস্যা সমাধানে গত সোমবার বিধানসভায় নিজের ঘরে ত্রিপাক্ষিক বৈঠক ডেকেছিলেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শ্রমমন্ত্রী ও জেসপের পদস্থ কর্তারা ছাড়াও সেখানে কারখানার বিভিন্ন ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন। আগামী ছ’মাস তাঁরা কী ভাবে কারখানা চালাতে চান, বৈঠকে রাজ্য সরকার জেসপ কর্তৃপক্ষকে তার পরিকল্পনা তৈরি করে ফেলতে বলে।
শ্রমমন্ত্রী এ দিন বলেন, কর্তৃপক্ষ তাঁকে জানিয়েছেন যে, উৎপাদন চালু রাখার ব্যাপারে তাঁরাও আগ্রহী। উৎপাদন ও উৎপাদনশীলতার বিষয়ে একেবারে কারখানা স্তরে বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনার জন্য ১২ জনের একটি কমিটি গড়া হচ্ছে। তাতে ইউনিয়নগুলির তরফে ছ’জন ও কর্তৃপক্ষের পক্ষে ছ’জন প্রতিনিধি থাকবেন। উৎপাদনের ব্যাপারে ওই কমিটি সহমতের ভিত্তিতে এগোবে। তারপরও কোনও রকম সমস্যা দেখা দিলে, সেই জট ছাড়াতে প্রয়োজনীয় সাহায্য করবে রাজ্য সরকার। |