নয়া মিউচুয়াল ফান্ড
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বাজারে নতুন একটি প্রকল্প ছাড়ল রিলায়্যান্স মিউচুয়াল ফান্ড। নাম ‘রিলায়্যান্স ক্লোজড এন্ডেড ইক্যুইটি ফান্ড সিরিজ-এ’। আগামী ২৯ নভেম্বর পর্যন্ত এই নতুন ফান্ডটিতে লগ্নি করা যাবে বলে জানিয়েছে সংস্থা। ফান্ডটির টাকা শেয়ার বাজারে বিনিয়োগ করা হবে। সংস্থা কর্তৃপক্ষের দাবি, যে সমস্ত লগ্নিকারী দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করার কথা ভাবছেন, তাঁরা ভাল রিটার্ন পেতে পারেন এই ফান্ড থেকে। তবে পাঁচ বছরের আগে এই ফান্ডে লগ্নি করা টাকা তোলা যাবে না।
|
সহারা কর্তার দেশ ছাড়ায় নিষেধাজ্ঞা
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
সহারা কর্তা সুব্রত রায়কে দেশ ছাড়ার অনুমতি দিল না সুপ্রিম কোর্ট। লগ্নিকারীদের ২০ হাজার কোটি টাকা ফেরত না-দেওয়া সংক্রান্ত মামলায় এই রায় দিয়েছে শীর্ষ আদালত। পাশাপাশি, সহারা তার কোনও সম্পত্তিও সুপ্রিম কোর্টের অনুমতি ছাড়া বিক্রি করতে পারবে না। সুব্রতবাবু ছাড়া অন্য ডিরেক্টরদেরও দেশ ছাড়তে নিষেধ করা হয়েছে। এঁরা হলেন বন্দনা ভার্গব, রবি শঙ্কর দুবে এবং অশোক রায়চৌধুরী। আদালত জানিয়েছে, সেবি-র কাছে ২০ হাজার কোটি টাকার সম্পত্তির মূল দলিল দাখিল করার যে-নির্দেশ তারা দিয়েছিল, তা মানেনি সহারা।
|
আজ পর্যটন মেলা
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বেসরকারি উদ্যোগে আজ, শুক্রবার থেকে শিলিগুড়িতে শুরু হতে চলেছে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম মার্ট। মাটিগাড়ার সিটি সেন্টারে আগামী ২৪ নভেম্বর অবধি পর্যটন মেলাটি চলবে। গতবছরই এই পযর্টন মেলা শিলিগুড়িতে হয়েছে। রাজ্য পর্যটন দফতরও মেলার সহযোগী ভূমিকায় রয়েছে। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ পর্যটন দফতর ছাড়াও হিমালচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ পর্যটন দফতর অংশ নিচ্ছে। পাশাপাশি, তাইল্যান্ড, চিন, সিঙ্গাপুরের পর্যটন সংস্থাগুলিতে মেলায় যোগ দিচ্ছে।
|
সিএ-দের সভা শহরে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
অর্থনীতির উত্তরণের ক্ষেত্রে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের (সিএ) গুরুত্বপর্ণ ভূমিকা পালন করতে হবে। কারণ স্বচ্ছ আর্থিক লেনদেন নিশ্চিত করে দেশের আর্থিক উন্নতি ঘটাতে পারেন তাঁরাই। বৃহস্পতিবার কলকাতায় অ্যাকাউন্ট্যান্সি পেশা নিয়ে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া (আইসিএআই) আয়োজিত তিন দিনের এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করে এ কথা বলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। দেশে-বিদেশে এ পেশায় যুক্ত প্রায় তিন হাজার প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়েছেন বলে জানান আইসিএআইয়ের সভাপতি সুবোধ কুমার অগ্রবাল।
|
এ বার বিক্রি হয়ে যেতে পারে ফোর্বস-ও
সংবাদসংস্থা • নিউ ইয়র্ক |
ওয়াশিংটন পোস্ট এবং ওয়াল স্ট্রিট জার্নালের পর এ বার বিক্রি হয়ে যেতে পারে ফোর্বস-ও। পত্রিকা ও ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বের বাণিজ্য দুনিয়ার হালচাল প্রকাশ করে ৯৬ বছরের এই মার্কিন পত্রিকাটি। সম্প্রতি ফোর্বস মিডিয়ার সিইও মাইকেল পার্লিস কর্মীদের এক ই-মেলে জানিয়েছেন, পত্রিকাটি বিক্রির সম্ভাবনা খতিয়ে দেখতে ডয়েশ ব্যাঙ্ককে নিয়োগ করা হয়েছে। ইতিমধ্যেই ফোর্বস কিনতে চেয়ে উৎসাহও দেখিয়েছেন ক্রেতারা।
|
ফের আমেরিকার গবেষণা সংস্থা ইস্ট -ওয়েস্ট সেন্টারের পর্ষদ-সদস্য হলেন টাটা গোষ্ঠীর চেয়ারম্যান এমেরিটাস রতন টাটা। তিনি ১৯৯৩-২০০৪ পর্যন্ত বিভিন্ন সময়ে এই সংস্থার সদস্য ছিলেন। এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও আমেরিকার মধ্যে সম্পর্ক জোরদার করতে ১৯৬০-এ সংস্থাটি গড়ে মার্কিন কংগ্রেস।
|
দীনেশ কুমার খাঁড়া এসবিআই মিউচুয়াল ফান্ডের অধীন সম্পদ পরিচালন সংস্থা এসবিআই ফান্ডস ম্যানেজমেন্টের নতুন এমডি এবং সিইও নিযুক্ত হয়েছেন। |