রাজ্যে পঞ্চায়েত আছে ৩৩৫১টি। তার মধ্যে ৯৩৮টিতে এখনও ব্যাঙ্ক পরিষেবা গড়ে ওঠেনি। বৃহস্পতিবার নবান্ন থেকে রিমোট কন্ট্রোলে এমনই ৫০টি গ্রাম পঞ্চায়েতে ইউবিআইয়ের শাখা উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওই ব্যাঙ্কের চেয়ারম্যান অর্চনা ভার্গব। তিনি জানান, যে সব পঞ্চায়েতে এখনও ব্যাঙ্কের শাখা গড়ে ওঠেনি, আশা করা হচ্ছে দু’বছরের মধ্যে সেখানে ওই পরিষেবা চালু করা হবে।
মুখ্যমন্ত্রী বলেন,“ইউবিআই এ রাজ্যের লিড ব্যাঙ্ক। বিভিন্ন সরকারি প্রকল্পে তারা আমাদের সাহায্য করছে। রাজ্যের ৩২,৯০০ গ্রামে এখনও কোনও ব্যাঙ্কেরই শাখা নেই। ৯৩৮টি পঞ্চায়েত এলাকাতেও একই অবস্থা। আশা করছি, বাকি পঞ্চায়েতগুলিতেও দ্রুত ব্যাঙ্ক পরিষেবা পৌঁছে যাবে।” মুখ্যমন্ত্রী জানান, এ দিন যে ৫০টি পঞ্চায়েতে ইউবিআইয়ের শাখার উদ্বোধন হল, সেখানে পঞ্চায়েত অফিস থেকেই ব্যাঙ্ক চলবে।
যে কোনও কেন্দ্রীয় প্রকল্পে অনুদান পেতে এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা জরুরি।
কিন্তু রাজ্যের অনেক গ্রাম পঞ্চায়েত এলাকায় কোনও ব্যাঙ্ক পরিষেবা না থাকায় বহু মানুষ ওই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। বেশ কিছু ক্ষেত্রে প্রকল্পের কাজও থমকে যাচ্ছে। এ নিয়ে রাজ্য সরকার অনেক দিন ধরে বিভিন্ন ব্যাঙ্কের কাছে ওই সব এলাকায় শাখা খোলার আর্জি জানাচ্ছে। কিন্তু পরিকাঠামোর অভাব দেখিয়ে একাধিক ব্যাঙ্ক সেই অনুরোধ এড়িয়ে গিয়েছে। তাই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল, প্রয়োজনে পঞ্চায়েত অফিসেই শাখা খোলার সুযোগ দেওয়া হবে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে।
অর্থমন্ত্রী অমিত মিত্র এ দিন বলেন, “ইউবিআইকে এক টাকা ভাড়ায় পঞ্চায়েত অফিসে শাখা খোলার অনুমতি দেওয়া হয়েছে। প্রথম ধাপে ৫০টি শাখা চালু হল। পরে দু’হাজারের বেশি মানুষের বাস, এমন গ্রামে ব্যাঙ্কের শাখা খোলা হবে।” ইউবিআইয়ের চেয়ারম্যান বলেন, “পঞ্চায়েত জায়গা দেওয়ায় ৫০টি শাখা খোলা সম্ভব হল।” |