|
|
|
|
নেশার ঠেক ভাঙতে মাঠে মহিলারাই
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
কাছেই চোলাইয়ের ঠেক। বাড়ির ছেলেরা ওই নেশার পাল্লায় পড়ে জীবন নষ্ট করছিল। অশান্তি বাড়িছিল পরিবারে পরিবারে। কিন্তু কোনও অভিযাগেও ওই ঠেক রুখতে ব্যবস্থা নেওয়া হয়নি বলে এলাকাবাসীর দাবি। বৃহস্পতিবার পুলিশ-প্রশাসন নয়, ক্রমে বাড়তে থাকা ওই চোলাই-গাঁজা-মাদকের ঠেক রুখতে এ বার পথে নামলেন এলাকারই মহিলারা। এ দিন ওই প্রমীলা বাহিনী বোলপুরের ৫ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে একটি চোলাইয়ের ঠেক ভেঙে দিলেন। পরে অবশ্য খবর পেয়ে বোলপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তারা ওই ঠেক এবং লাগায়ো একটি ঘর থেকে বেশ কিছু চোলাই মদের বোতল ও নিষিদ্ধ মাদক উদ্ধার করেছে। ওই প্রমীলা বাহিনীর অভিযোগ, এলাকায় চুরি, ছিনতাই-সহ নানা অপরাধমূলক কাজ বেড়েই চলেছে। এলাকায় কেউ বেআইনি নেশার কোনও সামগ্রীর ব্যবসা করলে আগামী দিনে তাঁরা আরও বড় অভিযানে নামার হুমকি দিয়েছেন। |
|
নেশা দ্রব্য হাতে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। —নিজস্ব চিত্র। |
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বোলপুরের ৫ নম্বর ওয়ার্ডের ভুবনডাঙায় বহু দিন ধরে চোলাইয়ের রমরমা কারবার চলছে। এলাকার মানুষের অভিযোগ, বারবার পুলিশ-প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা তো হয়নি, বরং ওই নেশার ঠেক দিনকে দিন আরও বড় হয়েছে। অতীতে পুলিশ অভিযান হয়েছে ঠিকই। কিন্তু তাতে তেমন কোনও ফল মেলেনি। এক বাসিন্দার দাবি, “নেশার কারবারিরা আগে থেকেই পুলিশি অভিযানের খবর পেয়ে যায়। ফলে লাভের লাভ কিছুই হত না।” এ দিন তাই চোলাই ও মাদক দ্রব্যের ঠেক চালানোর অভিযোগে এলাকার মহিলাদের একটা বড় অংশ ভুবনডাঙারই বাসিন্দা দুই ভাই শেখ হারু ও শেখ সারুর বাড়িতে চড়াও হন। প্রমীলা বাহিনীর সদস্য, ওই ওয়ার্ডেরই বাসিন্দা রৌশোনা বেগম, বেবি বেগম, সেবি বেগম, তাপসী বাউরিরা অবশ্য বলেন, “কাউন্সিলর থেকে শুরু করে স্থানীয় পুলিশ ও প্রশাসনকে এ নিয়ে বহুবার অভিযোগ জানানো হয়েছে। কিন্তু বেআইনি নেশার কারবারিদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি। শুধু আমাদের পরিবারের লোকেরাই নন, এলাকার বহু পরিবারের ছেলেরা নেশায় আসক্ত হচ্ছে। সংসারে ঝামেলা লেগেই থাকছিল। নেশার ঠেকের জন্যই চুরি-ছিনতাইয়ের ঘটনাও বাড়ছিল।”
এ দিন তাই সবার সম্মতিতে ওয়ার্ডের কাউন্সিলরকে সঙ্গে নিয়ে তাঁরা ওই অভিযানে নামেন বলে জানিয়েছেন। জাহাঙ্গির অবশ্য বলেন, “বেআইনি মদের ঠেক ভাঙতে পাড়ার মহিলারা উদ্যোগী হয়েছেন, এটা খুবই ভাল খবর। আমরা পুলিশ-প্রশাসনকে এ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করতেও অনুরোধ জানিয়েছি।” বাসিন্দাদের অভিযোগ উড়িয়ে দিয়ে এসডিপিও (বোলপুর) সূর্যপ্রসাদ যাদব আবার দাবি করেন, “আমরা এলাকায় নিয়মিত অভিযান চালাই। ভবিষ্যতে আরও জোরদার অভিযান চালাব।” |
|
|
|
|
|