শহরে বামেদের মিছিল
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
১৩ দফা দাবিতে বোলপুরের মহকুমাশাসককে যৌথ ভাবে স্মারকলিপি দিল বামেদের ২৭টি গণ সংগঠন। ওই উপলক্ষে বৃহস্পতিবার বোলপুর শহরে তারা একটি মিছিলও করে। সংগঠনগুলির দাবি, কৃষি উপকরণ-সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে হবে। রাজ্যে মেয়েদের নিরাপত্তা বাড়ানো এবং অপরাধীদের দ্রুত শাস্তির দাবিও সংগঠনগুলি তুলেছে। এ দিনের কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বোলপুরের সিপিএম সাংসদ রামচন্দ্র ডোম-সহ বামফ্রন্টের বহু নেতা-কর্মী। শহর পরিক্রমা করার পরে সংগঠনের নেতারা মহকুমাশাসক মৃদুল হালদারের হাতে স্মারকলিপি দেন। মহকুমাশাসক বলেন, “দাবিগুলির কথা কর্তৃপক্ষকে জানানো হবে।”
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
রান্নার গ্যাস সিলিন্ডার ভর্তি যন্ত্রচালিত ভ্যান উল্টে যাওয়ায় মৃত্যু হল চালকের। মৃতের নাম মনিরুদ্দিন শেখ (২২)। বাড়ি নলহাটি থানার বুজুং গ্রামে। পুলিশ জানায়, সিলিন্ডার নিয়ে বুধবার দুপুরে গন্তব্যে যাওয়ায় সময় মাড়গ্রাম থানার সুরফুলা গ্রামের কাছে, মাড়গ্রাম-রামেশ্বরপুর রাস্তায় ভ্যানটি উল্টে যায়। গুরুতর জখম অবস্থায় ওই চালককে রামপুরহাট হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানেই গভীর রাতে তাঁর মৃত্যু হয়।
|
মন্ত্রীর আর্জি
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের উল্টো দিকে ১৮ একর জায়গায় নতুন একটি ২২০ কেভির সাবস্টেশন গড়ার কাজ দ্রুত শুরু করার আর্জি নিয়ে বৃহস্পতিবার মহাকরণে বিদ্যুৎমন্ত্রী মণীশ গুপ্তের সঙ্গে দেখা করেন মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহ এবং বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। মণীশবাবু বলেন, “ওখানে জমি রয়েছে। কাজ শুরু হবে।”
|
পরিদর্শনে রেলকর্তা
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
আসানসোল ডিভিশনের হাল-হকিকত ক্ষতিয়ে দেখতে বৃহস্পতিবার জেলায় আসেন পূর্ব রেলের জিএম জগদীশচন্দ্র অগ্রবাল। সঙ্গে ছিলেন রেলের বিভিন্ন আধিকারিক ও কর্মীরা। তাঁরা সাঁইথিয়া-অন্ডাল রেলপথের সিউড়ি, চিনপাই, দুবরাজপুর প্রভৃতি স্টেশন ঘুরে দেখেন। এই শাখায় রেলের নানাবিধ উন্নয়ন নিয়ে তাঁদের সঙ্গে আলোচনা করেন। |