|
|
|
|
আমরা কোণঠাসা, ভিয়েতনামের বাম নেতাকে সিপিএম
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
নয়াদিল্লিতে এসে এ দেশের কমিউনিস্টদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খবর নিলেন ভিয়েতনামের শাসক কমিউনিস্ট পার্টির শীর্ষ
নেতা। প্রকাশ কারাট-এ বি বর্ধনদের কাছে ভিয়েতনামের কমিউনিস্টা পার্টির সাধারণ সম্পাদক নগু্যয়েন ফু ত্রং-এর প্রশ্ন, ভারতের লোকসভা নির্বাচন আসছে। কমিউনিস্টরা কী করছেন? যার উত্তরে সিপিএম-সিপিআই নেতারা জানিয়েছেন, তাঁদের এখন কোণঠাসা অবস্থা। তবে কংগ্রেস ও বিজেপির থেকে পৃথক হয়ে বিকল্প নীতির ভিত্তিতে একটি জোট গঠনের চেষ্টা চালাচ্ছেন। কিন্তু সেই জোটের চেহারা কী হবে, তা এখনও স্পষ্ট নয়।
মনমোহন সিংহের আমন্ত্রণে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এখন ভারত সফরে। ভারত-ভিয়েতনাম কৌশলগত সম্পর্ককে মজবুত করতে চাইছে মনমোহন-সরকার। চিনের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনে ভিয়েতনামকে পাশে রাখতে চায় নয়াদিল্লি। দক্ষিণ চিন সাগরে কাঁচা তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলনের জন্য ভারতের ওএনজিসি-কে বরাত দিয়েছে ভিয়েতনামের। কিন্তু চিন সেখানে কর্তৃত্ব কায়েম রাখতে চায়। ভিয়েতনামকে সাহায্য করা নিয়ে বেজিং-নয়াদিল্লির মধ্যে টানাপোড়েন রয়েছে। আজ মনমোহন-সরকার ঘোষণা করেছে, ভিয়েতনামকে প্রতিরক্ষা সরঞ্জাম কেনার জন্য ১০০ মিলিয়ন ডলার ঋণ দেওয়া হবে।
চিন ও ভিয়েতনামের এই টানাপোড়েনের মধ্যে কমিউনিস্টদের প্রায় শ্যাম রাখি না কূল রাখি অবস্থা। কারণ দুই দেশই কমিউনিস্ট শাসিত। এ দেশের কমিউনিস্টরা যেমন চিনের সংস্কার থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করেন, তেমনই ভিয়েতনামের শাসক কমিউনিস্ট পার্টিকেও অবজ্ঞা করতে পারেন না। তাই আজ সিপিএম ও সিপিআই-এর নেতারা আলাদা আলাদা ভাবে ভিয়েতনামের শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করেছেন।
নগু্যয়েনের সঙ্গে বৈঠকের সময়ে সিপিএম ও সিপিআই নেতারা মেনে নিয়েছেন, ভারতীয় রাজনীতিতে কমিউনিস্টদের পরিস্থিতি এখন বিশেষ সুবিধের নয়। তাঁরা জানিয়েছেন, কংগ্রেস ও বিজেপির আর্থিক নীতি একই। তাই আঞ্চলিক দলগুলিকে নিয়ে জোট গড়ার চেষ্টা হচ্ছে। |
|
|
|
|
|