মজুরি বৃদ্ধির দাবি কালনায়
নিজস্ব সংবাদদাতা • কালনা |
কালনা ১ ও ২ ব্লকের খেতমজুরদের মজুরি বৃদ্ধির দাবিতে সিপিএমের কৃষক সভা বৃহস্পতিবার দাবি দিবস পালন করল। এ দিন বিকেলে কালনা ১ ব্লকের বিডিও-র কার্যালয়ের কাছাকাছি লিচুতলা এলাকায় একটি সভা হয়। কৃষকসভার নেতারা অভিযোগ করেন, দৈনন্দিন জিনিসের দাম বাড়ছে। কিন্তু সেই অনুপাতে মজুরি পাচ্ছেন না মজুরেরা। কৃষকসভার তরফে খেতমজুরদের স্বাক্ষরিত একটি স্মারকলিপিও দেওয়া হয়। তাতে মজুরি বাবদ ১৩৫ টাকা নগদ এবং ২ কেজি চাল দেওয়া, সমস্ত গরিব মানুষদের ২ টাকা দরে মাসে ৩৫ কেজি চাল, সকলের জন্য রেশন-সহ খাদ্য নিরাপত্তা, সহায়ক মূল্য ধান, আলু, পাট কেনা, বামপন্থী কর্মীদের পুলিশি হয়রানি বন্ধ-সহ ৮ দফা দাবি জানানো হয়। কালনা ১ ব্লকের বিডিও সব্যসাচী রায়চৌধুরী দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে আশ্বাস দেন। কৃষকসভার কালনা জোনাল কমিটির সদস্য বীরেন ঘোষ বলেন, “শুক্রবার থেকে নতুন মজুরি যাতে কার্যকর হয় সে ব্যাপারে গ্রামে গ্রামে প্রচার চালানোর কর্মসূচি নেওয়া হয়েছে।”
|
প্রয়াত জনতা দলের সাংসদ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
প্রয়াত হলেন বর্ধমানের প্রাক্তন সাংসদ রাজকৃষ্ণ দাঁ (৮৮)। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ তাঁর মৃত্যু হয়। মৃত্যুর কারণ বার্ধক্যজনিত বলে পারিবারিক সূত্রে বলা হয়েছে। প্রফুল্ল সেনের ঘনিষ্ঠ এই রাজনীতিক প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের কাছের মানুষ হয়ে উঠেছিলেন। জরুরি অবস্থার পরে ১৯৭৭ সালে লোকসভা নির্বাচনে সিপিএমের শক্ত ঘাঁটি বর্ধমানে সে দলের তরফে প্রার্থী দেওয়া সম্ভব হয়ে ওঠেনি। ফলে নবগঠিত জনতা দল ওই আসনে তাঁকে প্রার্থী করে। সাংসদ হওয়ার আগে ও পরে তিনি গরিবের পথ নামের একটি কাগজও বের করতেন। রাজকৃষ্ণবাবুকে ১৯৯৬ সালে কংগ্রেস লোকসভা ভোটে দাঁড় করায়। সে বার তিনি হেরে গেলেও, তাঁর নির্বাচনী বর্ক্তৃতা, মিছিল, সভা এখনও মানুষের স্মৃতিতে রয়ে গিয়েছে।
|
বদলি পাঁচ ওসি
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বর্ধমান গ্রামীণ পুলিশ এলাকার পাঁচটি থানার ওসিকে বদলি করা হয়েছে। ওই পাঁচটি থানা হল কাটোয়া, কালনা, মাধবডিহি, মঙ্গলকোট ও ভাতার। বদলি হয়েছেন গুসকরা ফাঁড়ির ইনচার্যও। বুধবার সন্ধ্যায় এই আদেশ জারি করেন বর্ধমানের এসপি সৈয়দ মহম্মদ হোসেন মির্জা। তিনি বলেন, “এগুলি রুটিন বদলি।” মাধবডিহি থানার ওসি পীযূষ লায়েককে পাঠানো হয়েছে কাটোয়া থানার ওসি করে। তাঁর জায়গায় ওসি করা হয়েছে গুসকরা ফাঁড়ির ইনচার্জ মিঠুন ঘোষকে। গুসকরা ফাঁড়ির ইনচার্য করা হয়েছে আউশগ্রাম থানায় কর্মরত এসআই কুনাল বিশ্বাসকে। কালনা থানার ওসি অমিতকুমার মিত্র হুগলিতে বদলি হয়েছেন। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন মঙ্গকোটের ওসি দীপঙ্কর সরকার। মঙ্গলকোট থানার ওসি করা হয়েছে ভাতারের ওসি সঞ্জয় কুণ্ডুকে। তাঁর জায়গায় ভাতারের ওসি করা হয়েছে জুলফিকার আলিকে। কাটোয়া থানার ওসি সনৎকুমার দাস ইন্সপেক্টর প্রশিক্ষণ নিতে গিয়েছেন।
|
অস্বাভাবিক মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
অস্বাভাবিক মৃত্যু হল এক পড়ুয়ার। তার নাম অর্ঘ দাস (১৪)। বর্ধমান মিউনিসিপ্যাল স্কুলের নবম শ্রেণির ওই ছাত্রের বাড়ি শহরের তিন নম্বর ইছলাবাদে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গিয়েছে, কয়েক দিনের মধ্যেই তার বার্ষিক পরীক্ষায় বসার কথা ছিল। কিন্তু পড়াশোনা করছিল না সে, এমনটাই জানিয়েছে পুলিশ। তার মা টগরদেবী তাকে বুধবার বিকেলে বাড়ির একটি ঘরে আটকে রাখেন। অনেকক্ষণ কেটে যাওয়ার পরে তিনি দরজা খুলে দেখেন সিলিং ফ্যানে গলায় মাফলারের ফাঁস জড়িয়ে ছেলের দেহ ঝুলছে।
|
হ্যান্ডবলে হার
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
পূর্বাঞ্চল আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতায় ছেলে ও মেয়েদের বিভাগ থেকে বিদায় নিল বর্ধমান। ছেলেরা যাদবপুরের কাছে ওয়াকওভার পেলেও গ্রুপ ফাইনালে উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল বিশ্ববিদ্যালয়ের কাছে ২৮-৪৪ পয়েন্টে হেরে যায়। বর্ধমানের মেয়েরাও প্রথম ম্যাচে ডিব্রুগড় না আসায় ওয়াকভার পেলেও পরের ম্যাচ গ্রুপ ফাইনালে আয়োজক মহাত্মা গাঁধী কাশী বিদ্যাপীঠের কাছে হেরে যায় অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ০-২ ফলে।
|
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক চাষির। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে। তাঁর নাম কালাম মণ্ডল (৬৬)। বাড়ি ভাতারের বালসিডাঙায়। পুলিশ জানায়, জমির ধান কাটা দেখতে গিয়েছিলেন কালামবাবু। জমিতে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুৎবাহী তারে পা ঠেকে যাওয়ায় এই বিপত্তি ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
|
মঙ্গলকোট
বৃক্ষ সম্বন্ধীয় সচেতনতা শিবির। কৈচর ষোড়শীবালা বালিকা বিদ্যামন্দির।
সকাল সাড়ে দশটা। উদ্যোগ: পশ্চিমবঙ্গ বনদফতর ও বৃক্ষ বন্ধু।
বর্ধমান
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ৩৪তম সমাবর্তন। দুপুর ১২টা ৪৫। গোলাপবাগ অডিটোরিয়াম। |