বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ৩৪তম সমাবর্তন ও দুর্গাপুরের ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেকনোলজির সমাবর্তনে যোগ দিতে আজ, শুক্রবার জেলায় আসছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সঙ্গে থাকবেন রাজ্যপাল এম কে নারায়ণনও।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে কলকাতার আরটিসিসি হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে প্রথমে রাষ্ট্রপতি নামবেন দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে। ১০টা নাগাদ এনআইটি-র অনুষ্ঠানে যোগ দিয়ে সাড়ে ১২টা নাগাদ হেলিকপ্টারে রওনা দেবেন বর্ধমানের সাই প্রশিক্ষণ কমপ্লেক্সের উদ্দেশ্যে। সেখান থেকে ১২টা ৪৫-এ যোগ দেবেন গোলাপবাগ ক্যাম্পাসের অনুষ্ঠানে। সেখানে দীক্ষান্ত ভাষণ দেবেন তিনি। তারপরে আড়াইটে নাগাদ বর্ধমান থেকে পানাগড়ের সেনা ছাউনিতে পৌঁছে বিশেষ বিমানে দিল্লি ফিরে যাবেন। আর তার সঙ্গে আসা হেলিকপ্টারটি রাজ্যপালকে নিয়ে ফিরে যাবে কলকাতায়। |
বৃহস্পতিবার সকাল থেকেই নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে বিশ্ববিদ্যালয় চত্বর। মোতায়েন করা হয়েছে প্রায় তিনশো পুলিশ কর্মী। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, যে সমাবর্তন হলে প্রণববাবু ভাষন দেবেন তার আসন সংখ্যা ১৪০০। ওই আসনের ৪০০টি দেওয়া হচ্ছে ছাত্রদের। বাকি ২৫০টি বরাদ্দ হয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের জন্য। তবে বিশ্ববিদ্যালয়ের আধিকারিক ও শিক্ষকদের প্রবেশ অবাধ। সমাবর্তন হলের প্রথম দিকের আসনের চারটি সারি ফাঁকা রাখা হবে। পিএইচডি প্রাপকেরা হলে ঢুকতে পারলেও, তাঁরা মঞ্চে উঠতে পারবেন না। চিরাচরিত প্রথা ভেঙে পরে উপাচার্যের দফতর থেকে তাঁদের উপাধিপত্র দেওয়া হবে। এছাড়া উপাধিপ্রাপ্ত ও বিভিন্ন বিষয়ে স্বর্ণপদক প্রাপকদের অভিভাবকদের বসার ব্যবস্থা করা হয়েছে এমবিএ ভবনের সামনে। সেখানে জায়ান্ট স্ক্রিনে তাঁদের সমাবর্তন অনুষ্ঠান দেখানো হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে। |