টালিগঞ্জে ‘রি-ইউনিয়ন’ |
‘কহানি’র পরে আবার সুজয় ঘোষ। তবে পরিচালক নন, এ বার তিনি চিত্রনাট্যকার আর প্রযোজক। খবর পেল আনন্দplus |
টালিগঞ্জে এ বার ‘রি-ইউনিয়ন’য়ের সময়।
তা বলে ভাববেন না কোনও পার্টি বা পিকনিক হতে চলেছে এই রি-ইউনিয়নে। এটা আদতে একটা সিনেমার টাইটেল।
তবে চমক অন্য জায়গায়। ‘কহানি’র পরিচালক সুজয় ঘোষ এই ছবির চিত্রনাট্য যৌথভাবে লিখছেন ‘পাঁচ অধ্যায়’য়ের পরিচালক প্রতীম ডি গুপ্ত-র সঙ্গে। ছবিটি পরিচালনা করছেন অরিন্দম শীল।
“এই স্ক্রিপ্টটা আমি অনেক দিন ধরেই লিখছিলাম। এখনও খুবই প্রিলিমিনারি স্টেজে রয়েছে সেটা। আমরা কাস্টিংটা ফাইনাল করছি ধীরে ধীরে। আর আমার বন্ধু অরিন্দম এই ছবিটা পরিচালনা করবে,” বলছেন সুজয় ঘোষ। |
|
এ বার চিত্রনাট্যকার: সুজয় ঘোষ। |
তা উনি নিজে পরিচালনা করলেন না কেন?
“আমার অন্য কয়েকটা কমিটমেন্ট আছে। সেই কাজগুলো নিয়ে ব্যস্ত থাকব আগামী কয়েক মাস। আর অরিন্দমের ‘আবর্ত’ আমি দেখেছি। হি ইজ আ ভেরি গুড ডিরেক্টর,” বললেন সুজয়।
শুধু তাই নয়, ছবির কাস্টিংয়েও রয়েছে যথেষ্ট চমক। এখনও অবধি যা ঠিক রয়েছে, তাতে ছবিতে থাকছেন রূপা গঙ্গোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, চন্দন রায় সান্যাল, ঋত্বিক চক্রবর্তী এবং ইন্দ্রনীল সেনগুপ্ত।
“আমরা একটা রোলের জন্য যিশু সেনগুপ্তের সঙ্গেও কথা বলেছি। আর এই ছবিতে সঙ্গীত পরিচালনা করবেন অনুপম রায় ও রাজা নারায়ণ দেব,” বলছেন ছবির পরিচালক অরিন্দম শীল। |
|
আমি সুজয়ের কাছে কৃতজ্ঞ। ওর মতো
প্রযোজক পাওয়া ভাগ্যের ব্যাপার অরিন্দম শীল। |
|
প্রসঙ্গত, এই ছবির চিত্রনাট্য পুরোটাই লেখা হয়েছিল ইংরাজিতে। এই মুহূর্তে পদ্মনাভ, জয় এবং অরিন্দম নিজে ছবির স্ক্রিপ্ট এবং ডায়ালগ বাংলায় ট্র্যানস্লেট করছেন। ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা সামনের বছরের এপ্রিল মাসে।
তা এই ছবির প্রযোজনা কে করছেন? “ছবিটা প্রযোজনা করছে সুজয় নিজেই। আর ছবিটা প্রেজেন্ট করছে ভায়াকম এইট্টিন। আমি সুজয়ের কাছে কৃতজ্ঞ। ওর মতো প্রযোজক পাওয়া যে কোনও পরিচালকের কাছে ভাগ্যের ব্যাপার,” বলছেন অরিন্দম। |
|
|
|
|
|
রূপা গঙ্গোপাধ্যায় |
আবির চট্টোপাধ্যায় |
স্বস্তিকা মুখোপাধ্যায় |
ঋত্বিক চক্রবর্তী |
অর্পিতা চট্টোপাধ্যায় |
|
|