টুকরো খবর
তুফানগঞ্জে টাকা চেয়ে হুমকি-ফোন শিক্ষককে
কেএলও’র নাম করে টাকা দাবি করে তুফানগঞ্জের এক শিক্ষককে হুমকি দিয়ে ফোন করার ঘটনা ঘটেছে। সোমবার ওই শিক্ষাবিদের কাছে প্রথম ফোনটি আসে। ফোনের অন্য প্রান্ত থেকে টাকার দাবিদার নিজেকে কেএলও’র এক নেতা হিসাবে পরিচয় দিয়েছেন। রাতে ওই শিক্ষাবিদ বিষয়টি তুফানগঞ্জ থানায় জানান। পরে ফের মঙ্গলবারেও একই কায়দায় থেকে মোবাইলে ফোন করে টাকা দাবি করে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার তদন্তের পাশাপাশি ওই শিক্ষাবিদের নিরাপত্তার দাবি জানিয়েছে তৃণমূল প্রভাবিত পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় অধ্যাপক সমিতি।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই শিক্ষাবিদের কাছে ৩ লক্ষ টাকা দাবি করা হয়েছে। নিছক সাধারণ কোনও দুষ্কৃতীরা ওই ফোনটি করেছিলেন না সত্যিই কেএলও জঙ্গিরা ওই ফোন করেছিল তা নিয়ে নিশ্চিত হতে তদন্ত শুরু করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার অনুপ জয়সওয়াল এই ব্যাপারে কোন মন্তব্য করতে চাননি। কোন কথা বলতে চাননি অভিযোগকারী শিক্ষাবিদও। ঘটনায় উদবিগ্ন তৃণমূল প্রভাবিত পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় অধ্যাপক সমিতি। জেলা সভাপতি হরিগোপাল মল্লিক বলেন, “পুলিশকে পুরো ঘটনার তদন্ত করে দোষীদের গ্রেফতার ও শিক্ষাবিদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছি। পুরো বিষয়টি রাজ্যের শিক্ষামন্ত্রীকেও জানানো হচ্ছে।”

আবেদন পড়েছে ৫০টি
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদের জন্য ৫০টি আবেদন জমা পড়েছে। শীঘ্রই সেগুলি পরীক্ষা করে ৩ সদস্যের সার্চ কমিটিকে দেওয়া হবে। ৩ আবেদনকারীর নাম বেছে সার্চ কমিটি কাছে পাঠানো হবে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বিষ্ণু প্রসাদ দ্বিবেদী বলেন, “ইচ্ছা করলে কমিটির প্রতিনিধিরা আবেদনকারী নন এমন কারও নামও প্রস্তাব করতে পারেন। সার্চ কমিটির তরফে পাঠানো নাম থেকে একটি নাম চূড়ান্ত করবেন আচার্য।” প্রথমে ঠিক হয়েছিল যে সার্চ কমিটি প্রার্থীদের নাম প্রস্তাব করবেন। পরে আর একটা বৈঠকে ঠিক হয় ওই পদে উৎসাহীদের আবেদন চাওয়া হবে। সেই মতো খবরের কাগজে বিজ্ঞাপনও দেওয়া হয়।

‘বিধিভঙ্গ’, আন্দোলন শিক্ষকদের
জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদ কর্তৃপক্ষের বিরুদ্ধে বিধি না মেনে শিক্ষকদের বদলির অভিযোগ তুলে কোচবিহারে আন্দোলনে নামল শাসক দল প্রভাবিত পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি। বুধবার ওই ব্যাপারে সংগঠনের সদস্যরা জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকের দফতরে বিক্ষোভ দেখায় সমিতি। নানা অভিযোগ জানিয়ে সমিতি বিদ্যালয় পরিদর্শককে একটি স্মারকলিপি দেয়। কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারপার্সন কল্যাণী পোদ্দার অবশ্য ওই কর্মসূচির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। সংসদের সচিব তথা ডিআই তপন সিংহ বলেছেন, “যে সবস্কুলে ছাত্র শিক্ষকের অসামঞ্জস্য রয়েছে তা নিয়ে তালিকা করে চেয়ারপার্সনের নজরে এনেছি। বদলির বিষয় চেয়ার পার্সন দেখছেন। আমি নির্দেশের কপি বিতরণ করি।”

ধর্ষণের চেষ্টা, ধৃত
শিশুকন্যা ধর্ষণের চেষ্টার অভিযোগে পড়শি এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ইসলামপুর থানার পুলিশ আজাদ আলম নামে ওই যুবককে ধরে। বাড়ি ইসলামপুর থানার সোনাখোদা এলাকায়। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে সাড়ে ৩ বছর বয়সী ওই শিশুকন্যা খেলতে খেলতে পড়শি আজাদ আলমের বাড়িতে যায়। সেখানেই ঘরে বাড়ির সকলের অনুপস্থিতিতে ওই যুবক ওই তাকে ধর্ষণের চেষ্টা করে বলে নালিশ। ওই শিশুর কান্নার আওয়াজ পেয়ে পরিজনেরা শিশুটিকে উদ্ধার করে। তার বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।

খুন তৃণমূলকর্মী
প্রকাশ্যে গুলি করে খুন করা হল মালদহের কালিয়াচকের তৃণমূলকর্মী কামালউদ্দিন বিশ্বাসকে (৪২)। মঙ্গলবারের ঘটনা। তৃণমূলের অভিযোগ, কংগ্রেসের দুষ্কৃতীরাই কামালউদ্দিনকে খুন করেছে।

ডিএম অফিসে বিক্ষোভ
সরকারি দামে আলু সরবরাহের দাবিতে বুধবার মালদহ ডিএম অফিসের গেটে বিক্ষোভ দেখাল কংগ্রেস। নেতৃত্বে সাংসদ মৌসম বেনজির নুর। সকাল দশটা থেকে একটা পর্যন্ত জেলাশাসক অফিসে ঢুকতে পারেননি।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.