‘কোলয়েড’ এবং ‘ইন্টারফেস’ বিজ্ঞান নিয়ে গবেষণার কাজে উৎসাহ দান করতে ওই বিষয়ে দু’দিন ব্যাপী এশিয়ান কনফারেন্স শুরু হল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। বুধবার বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রভানু মঞ্চে ‘দ্য এশিয়ান সোসাইটি ফর কোলয়েড অ্যান্ড সারফেস সায়েন্স’ এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের উদ্যোগে ওই সেমিনার শুরু হয়। জাপান, চিন কোরিয়া এবং তাইওয়ানের পর পঞ্চম এই সেমিনার হচ্ছে। উদ্যোক্তারাই জানান, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে কোলয়েড এবং ইন্টারফেস বিষয়ে গবেষণার কাজ ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় স্বীকৃতি পেয়েছে। ওই বিষয়ে চর্চা এবং গবেষণার কাজকে আরও বেশি করে উৎসাহ দিতেই এই বিশ্ববিদ্যালয়ে সেমিনারের আয়োজন।
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সমীর কুমার দাস বলেন, “এই বিশ্ববিদ্যালয়কে এ ধরণের আন্তর্জাতিক সেমিনারের জায়গা হিসাবে বাছা হয়েছে সেটা আমাদের কাছে গর্বের” গবেষক সত্যপ্রিয় মৌলিক জানান, বর্তমান যুগে ওষুধ প্রস্তুতি থেকে মোবাইলফোনের ‘মাইক্রো চিফ’ প্রস্তুতি বিভিন্ন ক্ষেত্রে ‘ন্যানো পার্টিক্যাল’ (খুবই সূক্ষ ) ব্যবহার হয়। সেটা কোলয়েড বিজ্ঞানেরই ফসল।
এই বিশ্ববিদ্যালয়ে গবেষণারত মৌমিতা চক্রবর্তী আগামী বছর মার্চে জাপানে নোবেল জয়ী বিজ্ঞানীদের সঙ্গে আলাপচারিতা করতে যাচ্ছেন। জাপান সোসাইটি ফর প্রগ্রেস ইন সায়েন্সের উদ্যোগে আফ্রিকা এবং এশিয়ার দেশগুলির কৃতী গবেষকদের এই সুযোগ দেওয়া হয়। সেখানেই ডাক পেয়েছেন মৌমিতা। |