চিকিত্সার জন্য যে বিদেশিরা ভারতে আসেন, তাঁদের ভিসা-র নিয়ম শিথিল করুক কেন্দ্র, এই অনুরোধ করে প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে চিঠি দিলেন অ্যাপোলো হাসপাতাল গ্রুপের চেয়ারম্যান প্রতাপ রেড্ডি। বুধবার প্রতাপবাবু জানান, দিন তিনেক আগেই তিনি এই চিঠি দিয়েছেন। প্রতিলিপি পাঠিয়েছেন বিদেশ মন্ত্রকেও।
প্রতাপবাবুর দাবি, প্রধানত পূর্ব এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলি থেকে নিয়মিত চিকিত্সার জন্য কলকাতায় আসতে চাইছেন অনেকেই। নিয়ম অনুযায়ী, চিকিত্সার জন্য ভারতে আসতে চাইলে বিদেশিদের ‘মেডিক্যাল ভিসা’ নিতে হয়। তার ফি সাধারণ পর্যটক ভিসার তিন গুণ। অসুস্থ ব্যক্তির সঙ্গে যিনি আসেন, তাঁকেও তিন গুণ টাকা দিয়ে ভিসা নিতে হয়। তবে প্রতাপবাবুর কথায়, “ভারত সরকারের নিয়ম অনুযায়ী এ দেশে নামার ২৪ ঘণ্টার মধ্যে যে হাসপাতালে অসুস্থকে দেখানো হচ্ছে বা ভর্তি করা হচ্ছে, সেই এলাকার সংশ্লিষ্ট থানায় গিয়েও দেখা করতে হচ্ছে অসুস্থ ব্যক্তি বা আত্মীয়কে। এটা আপত্তিকর। আমরা বলেছি, অসুস্থ কেউ ভর্তি হলে সেই সংক্রান্ত নথি আমরা স্থানীয় থানায় পাঠিয়ে দিই। কিন্তু, অসুস্থ ব্যক্তি বা তাঁর আত্মীয়কে কেন থানায় যেতে হবে?”
কিন্তু কেন এই কড়াকড়ি? কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর সূত্রে খবর, চিকিত্সার জন্য ভারতে আসতে চাইলে ‘মেডিক্যাল ভিসা’ সহজেই মেলে। তবে চিকিত্সার প্রয়োজনে সেই ভিসার মেয়াদ বাড়ানোর প্রয়োজনও হতে পারে। স্বরাষ্ট্র দফতরের আধিকারিকদের মতে, এই ব্যবস্থার সুবিধা নিয়ে অসুস্থ সেজে দুষ্কর্ম করার উদ্দেশ্যেও কেউ এ দেশে ঢুকতে পারে। তাই সাবধান থাকার জন্যই থানায় দেখা করার এই ব্যবস্থা। যাতে খতিয়ে দেখা যায়, সত্যিই চিকিত্সার জন্য সেই ব্যক্তি এসেছেন কি না।
কলকাতায় অ্যাপোলো হাসপাতালের দশ বছর পূর্তি উপলক্ষে বুধবার এসেছিলেন রেড্ডি। |