টুকরো খবর
কুলপিতে প্রতিবন্ধী শনাক্তকরণ শিবির
সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে হয়ে গেল প্রতিবন্ধী শনাক্তকরণ শিবির। কুলপি পঞ্চায়েত সমিতির উদ্যোগে ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ওই শিবিরে ১৫২ জনকে প্রতিবন্ধী শনাক্ত করা হয়েছে। এঁদের মধ্যে ৯৫ জনকে শংসাপত্র প্রদান করা হয়েছে। বাকিদের ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতাল থেকে শংসাপত্র প্রদান করা হবে। উপস্থিত ছিলেন বিএমওএইচ দুলাল সর্দার, ব্লক যুব কল্যাণ আধিকারিক নির্ঝর মণ্ডল প্রমুখ।

নয়া বাড়ির কাজ শুরু মালবাজারে
মালবাজার পুরসভার ডায়াগনস্টিক সেন্টারের নতুন ভবন তৈরির কাজ শুরু হয়েছে। কয়েক মাসের মধ্যে স্থায়ী ভবন তৈরি হয়ে যাবে বলে আশা করছে পুরসভা। মালবাজারের স্টেশন রোডের উত্তরাপণ বিপণন কেন্দ্রের নীচের তলায় অস্থায়ী ভাবে ডায়েগনস্টিক সেন্টার রয়েছে। দোতলায় নির্মাণ কাজ চলছে। পুরসভা সূত্রে খবর, দোতলা হলে আলট্রাসোনোগ্রাফি সহ নানা পরিষেবা আরও বেশি করে বাসিন্দাদের কাছে পৌঁছনো যাবে। বর্তমানে সপ্তাহে একদিন আলট্রাসোনোগ্রাফি করানো হয়।

চক্ষুপরীক্ষা শিবির
চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করল জামুড়িয়া ৬ নম্বর ওয়ার্ড তৃণমূল কমিটি। বুধবার শ্রীপুর উর্দু প্রাথমিক বিদ্যালয়ে এই চক্ষু পরীক্ষা হয়। উদ্যোক্তারা জানিয়েছেন, এই শিবিরে একশো জনের চক্ষু পরীক্ষা করা হয়েছে।

হাঁটুর চিকিত্‌সায়
কম্পিউটারের সাহায্যে সামান্য কাটাছেঁড়ায় হাঁটু প্রতিস্থাপনের নতুন যন্ত্র উদ্বোধন হল। বুধবার, বেলভিউ নার্সিংহোমে। নার্সিংহোমের জয়েন্ট রিপ্লেসমেন্ট কেন্দ্রের প্রধান চিকিত্‌সক সন্তোষ কুমার যন্ত্রটির সাহায্যে এ দিনই হাতেকলমে হাঁটু প্রতিস্থাপন করে দেখান। পরে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “প্রথাগত অস্ত্রোপচারের অন্তত তিন দিন পরে রোগী নিজে দাঁড়াতে পারেন। এ ক্ষেত্রে অস্ত্রোপচারের দিনেই রোগী দাঁড়াতে পারেন। তৃতীয় দিনে তাঁর হাসপাতাল থেকে ছুটি হয়ে যায়। এ ক্ষেত্রে কাটাছেঁড়া, রক্তক্ষরণ অনেক কম। চিকিত্‌সার খরচও কম।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.