সব্জির দাম নিয়ন্ত্রণে কন্ট্রোল রুম চালু |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
সব্জির দাম নিয়ন্ত্রণে কন্ট্রোল রুম খুলল প্রশাসন। আজ, বুধবার থেকে শিলিগুড়ির মহকুমাশাসকের দফতরে ওই কন্ট্রোল রুম খোলা হয়েছে। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ২৪৩০৮০০ নম্বরে ফোন করে অভিযোগ জানালে প্রয়োজন মতো ব্যবস্থা নেওয়ার কথাও জানান কর্তৃপক্ষ। তবে এ দিন তেমন কোনও অভিযোগ মেলেনি বলেই জানানো হয়। কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা ডেপুটি ম্যাজিস্ট্রেট সপ্তর্ষি নাগ বলেন, “দু’জন ব্যক্তি তাঁদের কিছু সমস্যা জানাতে ফোন করেছিলেন। তবে অভিযোগের মতো বিষয় না হওয়ায় সে ব্যাপারে কিছু করা যায়নি।”
মহকুমা শাসকের দফতর সূত্রে জানা গিয়েছে, ওই দুই ব্যক্তির এক জন অভিযোগ করেন, দিন আটেক আগে শালুগাড়া বাজারে তাঁরা ৫ জন মিলে ১৫ বস্তা (প্রতি বস্তা ৫০ কিলোগ্রাম) নুন কিনেছিলেন। দাম নেওয়া হয়েছিল ৫২০০ টাকা। সেই হিসাবে কেজি প্রতি দাম পড়ে ৬ টাকা ৯০ পয়সা। ওই দর বেশি বলে তাঁরা দাবি করেন। কন্ট্রোল রুম থেকে জানতে চাওয়া হয়, কী কারণে তারা অত নুন কিনেছেন? তাঁরা কী ব্যবসার জন্য নিয়ে যাচ্ছেন? কেননা বাড়িতে রান্নার জন্য কেন তারা ওই বিপুল পরিমাণ নুন কিনবেন? ওই ব্যক্তি এ ব্যাপারে সদুত্তর দিতে পারেননি বলে কন্ট্রোল রুমের কর্মীরা জানান। তাঁরা ওই ব্যক্তিকে জানান, এত দিন পরে জানানোয় ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। তাছাড়া, কী কারণে ওই ব্যক্তি এত নুন কিনছেন তা স্পষ্ট করে না জানানোয় অভিযোগ নথিভুক্ত হয়নি।
অন্য ফোন করেছিলেন শিবমন্দির এলাকা থেকে এক ব্যক্তি। স্থানীয় বাজারে ভুটান আলু ২২ টাকা করে কিনতে হচ্ছে বলে তাঁর অভিযোগ। তাঁকেও জানানো হয়, সরকারি ভাবে জ্যোতি আলুর দাম প্রতি কেজি ১৩ টাকা বলা হয়েছে। অন্য আলুর ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি। তাই জ্যোতি আলুর দাম বেশি বা বাজারে না পেলে অভিযোগ জানাতে বলা হয়েছে।
আলু ছাড়া অন্য সব্জির দাম অবশ্য এ দিন যথেষ্ট চড়া ছিল। বিধান মার্কেট, ক্ষুদিরামপল্লি, হায়দরপাড়া বাজার, রথখোলা, সুভাষপল্লি বাজারেও এ দিন ফুলকপি, বাঁধাকপি কেজি প্রতি ৩০ টাকা দরে বিক্রি হয়েছে। ভুটানের আলু ২০-২৫ টাকা। কেজি প্রতি ৩০ টাকা দরে বিক্রি হয়েছে রাঁচি থেকে সরবরাহ করা নতুন আলু। হাকিমপাড়ার বাসিন্দা মুনমুন সাহা ক্ষুদিরামপল্লি বাজার থেকে টোম্যাটো কেনেন ৫০ টাকা কেজি দরে। তিনি বলেন, “শুধু আলুই নয় অন্য সব্জির দাম নিয়ন্ত্রণেও ব্যবস্থা নেওয়া জরুরি।” মতিলাল সাহু, প্রদীপ সাহাদের মতো ব্যবসায়ীরা দাবি করেন শিলিগুড়ি টাউন স্টেশন বাজার বা শিলিগুড়ি নিয়ন্ত্রিত বাজার সমিতির পাইকারি বাজার থেকে তাঁদেরও বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। |